শিরোনাম
◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত ◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন

প্রকাশিত : ১৯ নভেম্বর, ২০১৮, ০৮:০৩ সকাল
আপডেট : ১৯ নভেম্বর, ২০১৮, ০৮:০৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিএনপির সাক্ষাৎকার সূচিতে পরিবর্তন

জাগো নিউজ : বিএনপির মনোনীত প্রার্থী চূড়ান্ত করার লক্ষ্যে দুইটি বিভাগের মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার নিয়েছে দলটি। রোববার সকাল ৯টা থেকে কার্যক্রম শুরু হলেও সোমবার ১০টা থেকে শুরু হবে খুলনা বিভাগের এবং বিকেল থেকে বরিশাল বিভাগের মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার।

বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শামসুদ্দিন দিদার এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, প্রথম দিনে সকাল ৯টা থেকে রাত ১২টা পর্যন্ত মোট সাক্ষাৎকার দিয়েছেন ৫২৬ জন মনোনয়ন প্রত্যাশী। যার মধ্যে রংপুর বিভাগে ৩৩ আসনে ১৫৮ জন এবং রাজশাহী বিভাগে ৪১ আসনে ৩৬৮ জন।

বিএনপি চেয়ারপারসনের গুলশান রাজনৈতিক কার্যালয়ে পঞ্চগড় -১ আসনের মনোনয়ন প্রত্যাশীদের শেখ ইউনুসকে নিয়ে সাক্ষাৎকার কার্যক্রম শুরু হয়।

প্রতি বছর বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া মনোনয়ন বোর্ডে প্রধান হিসেবে দায়িত্ব পালন করলেও এবার সেই দায়িত্ব মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর পালন করেন। তবে লন্ডন থেকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভিডিও কনফারেন্সে সাক্ষাৎকার অনুষ্ঠানে যুক্ত হন।

তারেক রহমানকে ভিডিও কনফারেন্সে পেয়ে সাক্ষাৎকারদানকারীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায়। সাক্ষাৎকারের শুরুতেই বিএনপির মনোনয়ন বোর্ডের সদস্যরা মনোনয়ন প্রত্যাশীদেরকে জানিয়ে দেন, বিগত ১২ বছর কে কী করেছেন, কোন নেতার কী অবদান- সে খবর দলের কাছে আছে।

এ সময় মনোনয়ন প্রার্থীদের কাছে প্রশ্ন করা হয়, এই ১২ বছর প্রার্থী সরকার, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সরকারি দলের মাধ্যমে কী ধরনের হয়রানির শিকার হয়েছেন? তৃণমূলের নেতা-কর্মীদের পাশে কীভাবে ছিলেন? এবং নিজে কতটা ক্ষতিগ্রস্ত হয়েছেন? ২০১৪ সালে কি ভূমিকা রেখেছেন? শেষ পর্যন্ত নির্বাচনে টিকে থাকতে পারবেন কিনা? প্রতিপক্ষ শক্তির বিরুদ্ধে শক্ত হাতে অবস্থান নিতে পারবেন কিনা?

নীলফমারী-৪ (সৈয়দপুর-কিশোরগঞ্জ) আসন থেকে মনোনয়নের জন্য সাক্ষাৎকার দিয়েছেন কণ্ঠশিল্পী বেবী নাজনীন। তিনি বলেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভালো মন্তব্য করেছেন। তার কথায় অনুপ্রেরণা পেলাম। আমি বলেছি, আমি এলাকার মানুষের সঙ্গে কাজ করছি সব সময়। জন্মলগ্ন থেকে বিএনপির সঙ্গে আছি। এখন সংসদে থেকে জনগণের উন্নয়ন করতে চাই। প্রত্যাশা করি দল থেকে মনোনয়ন পাবো।

চেয়ারপারসনের গুলশান সূত্র জানায়, আগামী ৮ ডিসেম্বর বিএনপির চূড়ান্ত মনোনীতদের তালিকা প্রকাশ করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়