শিরোনাম
◈ গাজায় মানবসৃষ্ট দুর্ভিক্ষ চলছে, দায়ী ইসরায়েল: ইইউ ◈ রাখাইনে আরো একটি শহর দখল করেছে আরাকান আর্মি ◈ পঞ্চগড় এক্স‌প্রেস ট্রেনের ব‌গি চার ঘণ্টা পর উদ্ধার, ট্রেন চলাচল স্বাভা‌বিক ◈ বাড়ি থেকে ডেকে নিয়ে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা ◈ সীমান্তে হত্যাকাণ্ড নিয়ে সরকার টু শব্দ করার সাহস পাচ্ছে না: বিএনপি ◈ এমভি আবদুল্লাহ জাহাজে অভিযানের প্রস্তুতি নিচ্ছে সোমালিয় পুলিশ ও বহুজাতিক নৌবাহিনী ◈ জীবনের নিরাপত্তা চেয়ে ডিবিতে অভিযোগ করলেন জবি ছাত্রী ◈ ঈদের পর কাওরান বাজার যাবে গাবতলীতে: মেয়র আতিক ◈ আবদুল্লাহ জাহাজে থাকা কয়লায় দুর্ঘটনার ঝুঁকি নেই: এস আর শিপিং ◈ পাপেট সরকার ক্ষমতায় না আসা পর্যন্ত সব নির্বাচন ত্রুটিপূর্ণ বলবে যুক্তরাষ্ট্র: জয় 

প্রকাশিত : ১৯ নভেম্বর, ২০১৮, ০৬:০৭ সকাল
আপডেট : ১৯ নভেম্বর, ২০১৮, ০৬:০৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রথমদিনে বিএনপির সাক্ষাৎকারে ৫২৬ জন ভাগ্য নির্ধারণ হবে আগামী ৮ডিসেম্বর

শিমুল মাহমুদ: বিএনপির মনোনীত প্রার্থী চুড়ান্ত করার লক্ষে গতকাল প্রথম দিনের মতো দলের মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাতকার নিয়েছে দলটি।

প্রথমদিন সাক্ষাৎকার নেওয়া হয়েছে ৫২৬ জনের। রংপুর বিভাগে ৩৩ আসনে ১৫৮ জন এবং রাজশাহী বিভাগে ৪১ আসনে ৩৬৮ জনের সাক্ষাৎকার নেয়া হয়েছে। মনোনীত প্রার্থীদের ভাগ্য নির্ধারণ হবে আগামী ৮ডিসেম্বর।

রোববার বিএনপি চেয়ারপারসনের গুলশান রাজনৈতিক কার্যালয়ে রংপুর পঞ্চগড় -১ আসনের মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে দিয়ে শুরু হয়। শেষ হয় রাত বারটা।

প্রতি বছর বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া পার্লামেন্টারি বোর্ডে সভাপতিত্ব করলেও এবারই প্রথম সাবেক প্রধানমন্ত্রী দলের চেয়ারপার্সন কারান্তরীণ হওয়ার পার্লামেন্টারি বোর্ডে সভাপতিত্ব করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তবে ভিডিও কনফারেন্সে মাধ্যমে সাক্ষাৎকারে অংশনেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
সাক্ষাতকার শেষে মনোনয়ন প্রত্যাশীদের মনোনয়ন পত্রে স্বাক্ষর করেন বিএনপির মহাসচিব।

নির্বাচনে জয়ের ব্যাপারে যেভাবে প্রস্তুতি নেওয়া দরকার সেভাবে প্রস্তুতি নেওয়ার আহবান জানিয়ে মির্জা ফখরুল বলেন, আপনাদের কেন্দ্র পাহারা দিতে হবে। সজাগ থাকতে হবে। এক তরফা নির্বাচনের জন্য যেন কেন্দ্র দখলে নিতে না পারে।

এছাড়াও পার্লামেন্টারি বোর্ড মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাতকারে উপস্থিত ছিলেন, ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, লে. জে. (অব) মাহবুবুর রহমান, রফিকুল ইসলাম মিয়া, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান ও আমির খসরু মাহমুদ চৌধুরী ।

ঘোষনা অনুযায়ী আজ খুলনা বিভাগের মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার হবে সকাল ৯টা থেকে বেলা ২টা পর্যন্ত এবং বিকাল ৩টা থেকে শুরু হবে বরিশাল বিভাগের মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়