শিরোনাম
◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত

প্রকাশিত : ১৯ নভেম্বর, ২০১৮, ০৪:১৪ সকাল
আপডেট : ১৯ নভেম্বর, ২০১৮, ০৪:১৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দুই দিনের মধ্যে খাসোগজি হত্যাকান্ডের পূর্ণাঙ্গ রিপোর্ট: ট্রাম্প

আসিফুজ্জামান পৃথিল : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তার প্রশাসন আগামী ২ দিনের মধ্যেই সাংবাদিক জামাল খাসোগজি হত্যাকা-ের পূর্ণাঙ্গ রিপোর্ট প্রকাশ করবে। ট্রাম্প সাংবাদিকদের জানান, এই রিপোর্টে ‘আসল হত্যাকারির’ নাম থাকবে। আল-জাজিরা

ট্রাম্প বলেন, ‘আমরা বিশ^াস করছি, আগামি ২ দিনের মধ্যে আমরা পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ করতে পারবো। খুব সম্ভবত সোমবার বা মঙ্গলবার।’ গত দুই অক্টোবর নিজের বিয়ের জন্য নথি সংগ্রহ করতে গিয়ে ইস্তাম্বুলের সৌদি কনস্যুলেটে গিয়ে খুন হন সাংবাদিক জামাল খাসোগজি। তবে তার দেহাবশেষ এখনও পাওয়া যায়নি। তুরস্ক এবং সৌদি কর্তৃপক্ষ নিশ্চিত করেছে, সৌদি আরব থেকে আসা একটি দলের হাতে নিহত হন খাসোগজি। তবে এই খুন পূর্ব পরিকল্পিত ছিলো কিনা তা নিয়ে দুই পক্ষের মতবিরোধ রয়েছে।

সাম্প্রতিক দিনগুলোতে মার্কিন সংবাদমাধ্যমে আসা থবর অনুযায়ী, সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের নির্দেশেই খাসোগজিকে হত্যা করা হয়েছে, এ প্রমাণ সিআইএ পেয়েছে। বার্তঅ সংস্থা এপির মতে, অন্য মার্কিন কর্মকর্তারা হত্যাকা-ে ক্রাউন প্রিন্সের জড়িত থাকার বিষয়ে নিশ্চিত হলেও, তার ভূমিকা কি ছিলো সে বিষয়ে নিশ্চিত নন।

হত্যাকা-ের বিষয়ে বারবার নিজেদের বক্তব্য বদলেছে সৌদি আরব। প্রথমে তারা খাসোগজির বিষয়ে কিছু জানে না বললেও এক পর্যায়ে হত্যার কথা স্বীকার করে। তবে তাদের বক্তব্য ছিলো, হাতাহাতি করতে গিয়ে নিহত হন এই সাংবাদিক। গত সপ্তাহে দেশটির প্রসিকিউটাররা জানান, এই হত্যাকা-ের সঙ্গে সরাসরি জড়িত ৫ জনের মৃত্যুদ- চান তারা। তবে এ অভিযুক্তদের মধ্যে মোহাম্মদ বিন সালমানের নাম নেই।

  • সর্বশেষ
  • জনপ্রিয়