শিরোনাম
◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও

প্রকাশিত : ১৯ নভেম্বর, ২০১৮, ০৪:০৮ সকাল
আপডেট : ১৯ নভেম্বর, ২০১৮, ০৪:০৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

টেকনাফে সমাপণী পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ৪১৫ জন

ফরহাদ আমিন, টেকনাফ : উৎসব মুখর পরিবেশে পরীক্ষা সুষ্ঠ ও সুন্দরভাবে টেকনাফ উপজেলায় প্রাথমিক শিক্ষা সমাপনী অনুষ্ঠিত হয়েছে। ক্ষুদে পরিক্ষার্থীদের অংশগ্রহণে পাবলিক পরীক্ষার সর্ববৃহৎ আসর শিক্ষা জীবনের প্রথম সার্টিফিকেট পরীক্ষা প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) এবং ইবতেদায়ী শিক্ষা সমাপনী (ইইসি) পূর্ব নির্ধারিত তারিখ অনুসারে ১৮ নভেম্বর রবিবার সকাল সাড়ে ১০ টায় শুরু হয়েছে।

এবারে টেকনাফ উপজেলায় ১২টি কেন্দ্রে মোট ১৩৭টি প্রতিষ্ঠানের ৫ হাজার ৫৮৮ জন পরীক্ষার্থী অংশ গ্রহন করেছেন। এর মধ্যে প্রাথমিক সমাপনী পরিক্ষায় অংশগ্রহন করেছেন ৪১৩৮ জন। ইবতেদায়ী সমাপনী পরীক্ষায় অংশ গ্রহন করেছেন ১৪৫০ জন। উক্ত সমাপনী পরীক্ষায় প্রথম দিনে অনুপস্থিত ছিলেন ৪১৫ জন। তারমধ্যে সমাপনীতে ২৩৭ জনের মধ্যে ছেলে ১০৭ জন,ছাত্রী ১৩০ জন।

আরেক দিকে ইবতেদায়ীতে ১৭৮ জনের মধ্যে ছেলে ৬১ জন,ছাত্রী ১১৭ জন। তম্মধ্যে ১০১টি স্কুলের (কেজি, সরকারী-বেসরকারী স্কুলসহ) ১ হাজার ৯০৬ জন বালক, ২ হাজার ২৩২ জন বালিকা, মোট ৪ হাজার ১৩২ জন। এতে মুসলিম ৩ হাজার ৯৮১ জন, হিন্দু ৭৮ জন, বৌদ্ধ ৭৯ জন, খ্রিস্টান নেই। তাছাড়া ৮ জন প্রতিবন্ধী পরিক্ষার্থী রয়েছে। স্কুলে ছেলের চেয়ে ৩২৬ জন মেয়ে পরিক্ষার্থী বেশী। ৩৬টি মাদ্রাসার ৫৬৮ জন বালক এবং ৮৮২ জন বালিকা মোট ১ হাজার ৪৫০ জন। মাদ্রাসা সমুহে ছেলের চেয়ে ২৪৬ জন মেয়ে পরীক্ষার্থী বেশী। মোট পরীক্ষার্থীদের মধ্যে (স্কুল ও মাদ্রাসা) ২ হাজার ৪৭৪ জন ছাত্র এবং ৩ হাজার ১১৪ জন ছাত্রী।

এবারে মোট পরীক্ষার্থীদের মধ্যে বালকের চেয়ে ৬৪০ জন বালিকা বেশি। টেকনাফ উপজেলায় মোট ১২টি কেন্দ্রে ১২ জন ভারপ্রাপ্ত কর্মকর্তা, ১২ জন কেন্দ্র সচিব, ১২ জন হল সুপার, ১২ জন সহকারী হল সুপার, ২২৩ জন হল পর্যবেক্ষক নিয়োগ হয়ে দায়িত্ব পালন করেছেন। টেকনাফ উপজেলা শিক্ষা অফিসার মোঃ এমদাদ হোসেন চৌধুরী জানান, আনন্দ-উৎসব পরিবেশে পরিক্ষা সুষ্ঠ ও সুন্দরভাবে অনুষ্টানের লক্ষ্যে ইতিমধ্যেই ১ম দিনের পরীক্ষা সম্পন্ন হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়