Skip to main content

বিকল্পধারার মনোনয়ন ফরম কিনেছেন ১৩৭ জন

মোঃ ইউসুফ আলী বাচ্চু: বিকল্পধারার প্রার্থী মনোনয়নের জন্য ফরম বিতরণ ও জমা নেওয়া পুরোদমে চলছে। ১৩ নভেম্বর থেকে ফরম বিতরণ ও জমা নেওয়া শুরু হয়। বিকল্পধারার দপ্তর সম্পাদক ওয়াসিমুল ইসলাম জানান, রবিবার রাত ৮টা পর্ন্তার বাড্ডার নির্বাচনী কার্যালয়ে মোট ১৩৭টি মনোনয়ন ফরম বিক্রি হয় এবং ২০ জন  প্রার্থী ফরম জমা দেন। সোমবার মকাল ১১ থেকে রাত ১০ পর্ন্ত র মনোনয়ন ফরম বিতরণ ও জমা নেওয়ার কাজ শেষ হবে। রোববার সন্ধ্যায় মনোনয়ন ফরম জমা দেন বিএনপি থেকে বিকল্পধারায় সদ্য যোগ দেওয়া সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সুনামগঞ্জ-১, (ধর্মপাশা, জামালগঞ্জ, তাহিরপুর, মধ্যনগর) আসনে বিকল্পধারার প্রার্থী ডা. রফিকুল ইসলাম চৌধুরী। বিকল্পধারার প্রবাসী বিষয়ক সম্পাদক মুনিরুল ইসলাম টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূয়াপুর) আসনের জন্য এবং বিকল্পধারার যুক্তরাজ্য শাখার সহ-সভাপতি মিছবাহ জামাল সিলেট-১ আসনে, (সিলেট সদর) এবং ইঞ্জিনিয়ার শফিকুর রহমান ব্রাক্ষণবাড়িয়া-৬, (বাঞ্ছারামপুর) আসনের প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম জমা দেন।

অন্যান্য সংবাদ