শিরোনাম
◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক

প্রকাশিত : ১৯ নভেম্বর, ২০১৮, ০২:০৮ রাত
আপডেট : ১৯ নভেম্বর, ২০১৮, ০২:০৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ওয়েস্ট ইন্ডিজের দুর্বলতা ধরতে পেরেছেন সৌম্য

নিজস্ব প্রতিবেদক : উইন্ডিজ দল উপমহাদেশ সফরে এসেছে সেপ্টেম্বরের শেষের দিকে। ভারতের বিপক্ষে দুটি টেস্ট, পাঁচটি ওয়ানডে এবং তিনটি টি-টুয়েন্টি ম্যাচের সিরিজ খেলেছে উইন্ডিজরা। সিরিজে দাপট দেখাতে না পারলেও উপমহাদেশের স্পিন সামলে রান করার ফর্মুলা ভালোই জানা আছে শাই হোপ, শিমরন হেটমায়ারদের।

তাঁর প্রমান পাওয়া গেল এমএ আজিজ স্টেডিয়ামে, দুই দিনের প্রস্তুতি ম্যাচে। প্রথম দিনে নাঈম হাসান, রিশাদ হোসেন ও ফজলে রাব্বির মোট ৪৭ ওভারের স্পিন সামলেছেন উইন্ডিজ ব্যাটসম্যানরা। তিন উইকেট হারালেও তিন স্পিনারের বোলিংয়ে রান এসেছে ১৭১ রান।

কাইরন পাওয়েল, শাই হোপ, রস্টন চেজ, শিমরন হেটমায়াররা ভালোই জবাব দিয়েছে। বিসিবি একাদশের অন্যতম সদস্য সৌম্য সরকার এই উইন্ডিজ দলের পার্থক্যটা আঁচ করতে পারছেন। এবার তাঁরা প্রস্তুত, এমন আভাস তাঁর কণ্ঠে। 'ভারতে অনেক দিন খেলছে তো, হয়ত ওইরকম প্রস্তুতিতে ছিল। বা তাঁরা স্পিন খেলার মধ্যে আছে। ওরা ভালোই করছে। তারপর আমরা যদি কোয়ালিটি বল করতে পারি তাহলে মনে হয় ওতটা টিকে থাকতে পারবে।'

ভারতে রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজাদের সাথে কুলদিপ যাদবের বল সামলে এসেছে তরুনদের নিয়ে গড়া উইন্ডিজ দল। প্রায় তিন মাস ধরে উপমহাদেশের কন্ডিশনে বিশ্বমানের স্পিন খেলার পর কাজটা কঠিন হওয়ার কথা না।

একই সাথে দুই তরুন স্পিনার নাঈম ও রিশাদকে সামলাতে খুব একটা বেগ পেতে হয়নি সফরকারীদের। সৌম্যর ভাষায়, 'আমাদের স্পিনাররা বল ভালোই করেছে জায়গায় জায়গায়। ওরাও ভালোই হ্যান্ডেল করছে। ভারতেও অনেকদিন খেলে এসেছে। আমার মনে হয় যারা বল করেছে তারা অনেক কোয়ালিটি বোলার। মূল ম্যাচে সবাই আরও ভাল বল করবে।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়