শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ১৯ নভেম্বর, ২০১৮, ১২:৫০ দুপুর
আপডেট : ১৯ নভেম্বর, ২০১৮, ১২:৫০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাজধানীতে বিরল প্রজাতির ৩টি বিদেশী পাখিসহ আটক ৪

সুজন কৈরী: রাজধানীর উত্তরা থেকে আন্তর্জাতিক বন্যপ্রাণী পাচারকারী চক্রের ৪ সদস্যকে আটক করেছে র‌্যাব-১১। আটককৃতরা হলেন- মো. জাহিদুল হাসান (৩২), খন্দকার বুলবুল ইসলাম (৩৪), রফিকুল ইসলাম (৪১) ও মো. মাসুদুর রহমান (২৯)। তাদের কাছ থেকে আমদানী নিষিদ্ধ বিরল প্রজাতির ২টি টোকান পাখি ও ১টি ইকলেকটাস প্যারোট পাখি উদ্ধার করা হয়।

শনিবার বিকেল থেকে রাত পর্যন্ত অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। উদ্ধার হওয়া ২টি টোকান পাখীর মূল্য ৩০ লাখ ও ইকলেকটাস পাখির মূল্য ১ লাখ টাকা।

রোববার বিকেলে র‌্যাব-১১ এর সিনিয়র সহকারী পরিচালক মো. জসিম উদ্দিন চৌধুরী জানান।

গত ১৪ জুন নারায়নগঞ্জের ফতুল্লা থেকে ২টি চিতা বাঘসহ বণ্যপ্রাণী পাচারকারী চক্রের সদস্য আরিফুল ইসলাম ও শওকত ইমরান ওরফে মিঠুকে আটক করা হয়। তারা তারিকুল ইসলাম নামে একজনের কথা জানায়। এরপর ১ নভেম্বর ধানমন্ডি এলাকা থেকে তারিকুলকে আটক করা হয়। তারিকুল আদালতে দেয়া ১৬৪ধারায় জবানবন্দীতে আন্তর্জাতিক বণ্যপ্রাণী পাচার চক্রের অনেকের নাম জানায়। তার দেয়া তথ্যে এ ৪ জনকে আটক করা হয়।

জসিম উদ্দিন চৌধুরী জানান, জিজ্ঞাসাবাদ ও অনুসন্ধানে জানা গেছে, দীর্ঘদিন ধরে পাচারকারী চক্র বিদেশ থেক পশুপাখি আমদানি করার আড়ালে সিএন্ডএফ এজেন্টেদের সঙ্গে মিলে আমদানী নিষিদ্ধ বিরল প্রজাতির পশুপাখি আমদানী করে। পরে পাশের দেশগুলোতে পাচার করে। গত ৮ মে যশোর থেকে উদ্ধার করা ৯টি জেব্রা সিএন্ডএফ এজেন্ট গ্রেফতার রফিরেক সহায়তায় বিমানবন্দর থেকে ছাড় করিয়েছিল এ চক্র।

তিনি আরো জানান, উদ্ধার করা ২টি টোকান পাখি ও ১টি ইকলেকটাস পাখি সংরক্ষণের জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারী পার্ক গাজীপুরে হস্থাান্তর করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়