শিরোনাম
◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও

প্রকাশিত : ১৯ নভেম্বর, ২০১৮, ১২:২৫ দুপুর
আপডেট : ১৯ নভেম্বর, ২০১৮, ১২:২৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিশ্ববিদ্যালয়ের কার্যদিবস বন্ধ করা অধিকার খর্বের সামিল : ছাত্র ইউনিয়ন

রফিক আহমেদ : বাংলাদেশ ছাত্র ইউনিয়ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সভাপতি শাহাদাৎ হোসেন কিরণ ও সাধারণ সম্পাদক কফিল উদ্দিন মোহাম্মদ বলেছেন, জাতীয় নির্বাচনকে ঘিরে বিশ্ববিদ্যালয়ের কার্যদিবস বন্ধ অধিকার খর্বের সামিল। নির্বাচনের আগের দিন ও পরের দিন ফাইনাল পরীক্ষার শিডিউল রেখে দিয়ে শিক্ষার্থীদের ভোট প্রদানে পরোক্ষভাবে নিরুৎসাহিত করা হচ্ছে। রোববার এক যুক্ত বিবৃতিতে ছাত্র ইউনিয়ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের নেতৃদ্বয় এ কথা বলেন।

নেতৃদ্বয় বলেন, শিক্ষার্থীদের ভোটাধিকার যেন কোনভাবে ব্যহত না হয়- সেই লক্ষ্যে নর্থ সাউথসহ সকল বেসরকারি বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা ও কার্যদিবস জাতীয় নির্বাচন ৩০ ডিসেম্বর এর ২ দিন আগে এবং ২ দিন পর পর্যন্ত বন্ধ রাখতে হবে। কারণ আমরা লক্ষ্য করছি যে একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে তরুণ ছাত্র সমাজের মধ্যে এক ধরনের রাজনৈতিক সচেতনতার তৈরি হয়েছে। এই নির্বাচনে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ভোট প্রদানের মাধ্যমে দুর্নীতিবাজমুক্ত প্রার্থীকে ভোট প্রদানের ক্ষেত্রে নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এমতাবস্থায় শিক্ষার্থীরা যেন তাদের ভোটাধিকার থেকে বঞ্চিত না হয় সে ব্যাপারে সর্বাত্মক সহযোগিতা করা প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ের নৈতিক দায়িত্ব।

নেতৃদ্বয় আরো বলেন, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের এহেন সিদ্ধান্তে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া ও অসন্তোষ দেখা দিয়েছে। তারা বলছে শুধু ৩০ তারিখ বন্ধ হওয়ায় অনেকের পক্ষেই ঢাকার বাইরে গ্রামের বাড়িতে গিয়ে ভোট প্রদান সম্ভব না। তারা অবিলম্বে কর্তৃপক্ষ ২৮ ডিসেম্বর থেকে ২ জানুয়ারি পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের কার্যদিবস বন্ধ রাখার দাবি জানান। অন্যথায় শিক্ষার্থীরা ভোটাধিকার নিশ্চিত করার লক্ষ্যে যেকোন ভূমিকায় অবতীর্ণ হবে।

সম্পাদনা- মাহবুব আলম

  • সর্বশেষ
  • জনপ্রিয়