শিরোনাম
◈ সাভারে শো-রুমের স্টোররুমে বিস্ফোরণ, দগ্ধ ২ ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ চলচ্চিত্র ও টিভি খাতে ভারতের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় হবে: তথ্য প্রতিমন্ত্রী ◈ উপজেলা নির্বাচনে প্রভাব বিস্তার করলেই ব্যবস্থা: ইসি আলমগীর  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের

প্রকাশিত : ১৮ নভেম্বর, ২০১৮, ১১:৩১ দুপুর
আপডেট : ১৮ নভেম্বর, ২০১৮, ১১:৩১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আগামী বছর থেকে পিইসি পরীক্ষা নাও হতে পারে: সমাজকল্যাণমন্ত্রী

তরিকুল ইসলাম সুমন : সমাজকল্যাণমন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, কোমলমতি শিশুদের ওপর অত্যাধিক চাপ পড়ায় আগামী ২০১৯ সাল থেকে প্রাথমিক সমাপনী পরীক্ষা (পিইসি) আর নাও নেওয়া হতে পারে। শিক্ষানীতি অনুসারে আগামী বছর থেকেই পিইসি পরীক্ষার বদলে কেবল জেএসসি পরীক্ষা নেওয়া হতে পারে।

রোববার রাজধানীর বিভিন্ন স্কুলে চলমান পিইসি পরীক্ষার কেন্দ্রগুলো পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন মন্ত্রী।

রাশেদ খান মেনন বলেন, পিইসি পরীক্ষার জন্য একজন ছোট শিশুকে যেভাবে পরিশ্রম করে প্রস্তুতি নিতে হয় তা সত্যিই ভাবার বিষয়। বিষয়টি কেবল ছোট শিশুটির জন্যই ভীতিকর নয়, এটি তাদের অভিভাবকদের জন্যেও উদ্বেগের। কাজেই আগামী বছর থেকেই পিইসি পরীক্ষার পরিবর্তে শুধু জেএসসি পরীক্ষা নেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

রাশেদ খান মেনন। মন্ত্রী পরীক্ষার কেন্দ্রে প্রবেশ করে দায়িত্বরত শিক্ষকদের সঙ্গে কথা বলে পরীক্ষার সার্বিক বিষয়ে খোঁজ নেন। পরিদর্শন শেষে সমাজকল্যাণমন্ত্রী মেনন পরীক্ষা কেন্দ্রের বাইরে অপেক্ষমাণ অভিভাবকদের সঙ্গে তাদের সন্তানদের পড়ালেখার ব্যাপারে খোঁজ-খবর নেন। এ সময় সমাজকল্যাণ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ও সমাজকল্যাণ পরিষদের নির্বাহী সচিব এটিএম নাসির মিয়া উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়