শিরোনাম
◈ গাজীপুরে হিটস্ট্রোকে একজনের মৃত্যু  ◈ বিশৃঙ্খলার পথ এড়াতে শিশুদের মধ্যে খেলাধুলার আগ্রহ সৃষ্টি করতে হবে: প্রধানমন্ত্রী ◈ তাপপ্রবাহের কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্লাসও বন্ধ ঘোষণা ◈ সোনার দাম কমেছে ভরিতে ৮৪০ টাকা ◈ ঈদযাত্রায় ৪১৯ দুর্ঘটনায় নিহত ৪৩৮: যাত্রী কল্যাণ সমিতি ◈ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সেই সম্পত্তি দিয়ে দেবো (ভিডিও)

প্রকাশিত : ১৮ নভেম্বর, ২০১৮, ১১:৩২ দুপুর
আপডেট : ১৮ নভেম্বর, ২০১৮, ১১:৩২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মনোনয়নে প্রত্যাশী কেন্দ্রীয় নেতা সাজু

আমজাদ হোসেন আমু,  লক্ষ্মীপুর : লক্ষ্মীপুর-৪ আসনে একাদশ সংসদ নির্বাচনে নৌকা মার্কায় মনোনয়ন প্রত্যাশী আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা আবদুজ্জাহের সাজু।

রবিবার (১৮ নভেম্বর) দুপুরে দলীয় সূত্রে জানা যায়, ধানমন্ডির দলীয় কার্যালয় থেকে ফরম সংগ্রহ করে জমা দিয়েছেন। এ আসনে দল থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছে।

এ আসনের মনোনয়ন প্রত্যাশীদের নিয়ে আলাপ কালে নেতা কর্মীরা জানান, মনোনয়ন যারা কিনেছেন তাদের মধ্যে সাজু ভালো,সৎ কর্মী বান্ধব। সাজু দলের নির্যাতিত নেতা, কর্মীদের সুখে-দুঃখে সবসময় পাশে থাকেন। বিগত দিনের দলের সকল কর্মকান্ডে সবার সাথে কাঁদ মিলিয়ে কাজ করছে। এ আসনে তরুন প্রজন্ম, নতুন ভোটাদের অন্তরে জায়গা করে নিয়েছে । রামগতি-কমলনগরে আ,লীগ সমর্থিত পরিবারে তার বিকল্প নেই। তাই দল তাকে মনোনয়ন দিলে লক্ষ্মীপুর -৪ আসনে নৌকা মার্কার বিজয় করা সম্ভব হবে।

তারা আরও জানান,নৌকার বিজয় নিশ্চিত করতে সরকারের নানা মুখী সফলতা ও উন্নয়ন-অগ্রগতি তুলে ধরে ভোট চাইছেন। পৌরসভা, ইউনিয়ন এবং ওয়ার্ড পর্যায়ে পথসভা ও গণসংযোগে ব্যস্ত সময় পার করেছেন। গ্রাম-গঞ্জের বাড়ি-বাড়ি গিয়ে ভোটারদের সঙ্গে দেখা করছেন; নারীদের নিয়ে করছেন উঠান বৈঠক। সামাজিক কর্মকান্ড চালিয়ে ইতিমধ্যে সবার দৃষ্টি কেড়েছেন। সুখে-দুঃখে পাশে থেকে নেতাকর্মী ও তৃণমূলে সাধারন মানুষের মনে জায়গা করে নিয়েছেন। যে কারণে রামগতি-কমলনগরের আওয়ামী সমর্থিত মানুষ তাকে নৌকার কান্ডারি হিসেবে দেখতে চান।

আবদুজ্জাহের সাজু বলেন, দলীয় ফরম সংগ্রহ করে জমা দিয়েছি। রামগতি-কমলনগরে আমার জনপ্রিয়তা রয়েছে। যোগ্যতা ও দলীয় কর্মকান্ডে সবার চেয়ে এগিয়ে আছি। আশা করছি, জননেত্রী শেখ হাছিনা তরুন প্রজন্মের দিকে তাকিয়ে আমাকে মনোনয়ন দিবেন। এছাড়া দলে সিনিয়র নেতার সাথে আলাপ করে ফরম নিয়েছি। তাই আমি আশাবাদী। দল আমার ত্যাগের মূল্যায়ন করবে। নৌকার বিজয় নিশ্চিত করতে সবার সাথে কাজ করবো।

আবদুজ্জাহের সাজু লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার চর রমিজ গ্রামের বাসিন্দা মরহুম বেলায়েত হোসেনেরে ছেলে। তিনি বাংলাদেশ আওয়ামী লীগের যুব ও ক্রীড়া কেন্দ্রীয় উপ কমিটির সহ সম্পাদক। স্কুল জীবন থেকে তিনি ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। ১৯৯২ সালে আলেকজান্ডার আ স ম আবদুর রব সরকারি কলেজে সহ-সভাপতি ছিলেন। ১৯৯৫ সাল থেকে ১৯৯৮ পর্যন্ত ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয়ের জসিম উদ্দিন হলে দায়িত্ব পালন করেন ।

২০০৩ সালে বাংলাদেশ ছাত্রলীগের জাতীয় নির্বাহী কমিটির সদস্য ছিলেন। পরবর্তীতে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ কমিটির সহ-সম্পাদক হয়েছিলেন । ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিএ অনার্সসহ মাস্টার্স ডিগ্রি অর্জন করেন

  • সর্বশেষ
  • জনপ্রিয়