শিরোনাম
◈ নির্বাচনি ইশতেহারের আলোকে প্রণীত কর্মপরিকল্পনা দ্রুত বাস্তবায়নের আহবান শিল্পমন্ত্রীর  ◈ প্রচণ্ড গরম থেকেই ঘটতে পারে মানবদেহের নানা রকম স্বাস্থ্য ঝুঁকি ◈ অবশেষে রাজধানীতে স্বস্তির বৃষ্টি  ◈ ইসরায়েল পাল্টা হামলা করলে কয়েক সেকেন্ডের মধ্যে জবাব দেবে ইরান: উপপররাষ্ট্রমন্ত্রী ◈ মিয়ানমারের আরও ১০ সেনা সদস্য বিজিবির আশ্রয়ে ◈ সয়াবিনের দাম বাড়ানোর সুযোগ নেই: বাণিজ্য প্রতিমন্ত্রী ◈ উপজেলা নির্বাচন বর্জনের সিদ্ধান্ত বিএনপির ◈ কেউ যেন নিরাপত্তাহীনতায় না থাকি, আইনের শাসনে জীবনযাপন করি: ড. ইউনূস ◈ মা, স্ত্রী ও দুই ছেলে নিয়ে ঢাকা ফিরছিলেন রফিক, পথে প্রাণ গেল সবার ◈ স্থায়ী জামিন না পাওয়ায় ক্ষুব্ধ হয়েছি: ড. ইউনূসের আইনজীবী

প্রকাশিত : ১৮ নভেম্বর, ২০১৮, ০৬:২৪ সকাল
আপডেট : ১৮ নভেম্বর, ২০১৮, ০৬:২৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

৩০০ আসনে নির্বাচনের প্রস্তুতি রয়েছে জাতীয় পার্টির : সুনীল শুভ

মো: মারুফুল আলম: জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভ রায় বলেছেন, ৩০০ আসনে নির্বাচনের সার্বিক প্রস্তুতি আমাদের রয়েছে। জোটগতভাবে নির্বাচনের জন্য জিতে আসার মতো আমাদের যেসব প্রার্থীরা রয়েছেন সে বিষয়ে আলোচনার জন্য প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনায় বসতে চাই। রোববার বিবিসিকে দেয়া সাক্ষাতকারে তিনি এ কথা বলেন।

নির্বাচনকে সামনে রেখে আসন বন্টনসহ বিভিন্ন বিষয়ে আলোচনার জন্য আওয়ামী লীগকে একটি চিঠি দিয়েছে তাদের অন্যতম শরীক দল জাতীয় পার্টি। যদিও জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদের সঙ্গে এই চিঠির কোন সম্পর্ক নেই বলেছেন জাতীয় পার্টির অন্য নেতারা।
এদিকে আওয়ামী লীগের কাছে পাঠানো চিঠিতে কী বলা হয়েছে জানতে চাইলে শুভ রায় বলেন, জোটগত নির্বাচন এবং আসন ভাগাভাগি বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনার জন্য আমরা সময় চেয়েছি। আমাদের নিজস্ব একটি জোট আছে। ৩০০ আসনে নির্বাচন করার প্রস্তুতিও আমাদের রয়েছে। আওয়ামী লীগের সঙ্গে আমাদের পার্টির জোট আছে যেটাকে মহাজোট বলা হয়। জোটগত নির্বাচন কিভাবে হতে পারে এবং আসন ভাগাভাগি বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করার জন্য চিঠি দিয়ে আমরা সময় চেয়েছি।

আসন ভাগাভাগি বিষয়ে আগে কী ধরণের আলোচনা হয়েছে জানতে চাইলে শুভ রায় বলেন, এটি মূলত আলোচনার টেবিলেই নির্ধারণ হবে। বাস্তবিক অর্থে ৩০০ আসনে নির্বাচনের সার্বিক প্রস্তুতি আমাদের আছে। দলের মুখপাত্র ও মহাসচিব বলেছেন যে, ১০০ এর উপর আসন আমাদের ভালো অবস্থানে, সেগুলো নিয়ে আমরা আলোচনা করতে পারি। তবে জাতীয় পার্টির পক্ষ থেকে নির্দিষ্ট করে আসন চাওয়া হচ্ছে না বলে জানান জাতীয় পার্টির এই সদস্য।  চাওয়া অনুযায়ী আসন না পেলে কী হবে? এর উত্তরে শুভ রায় বলেন, তখন কী হবে সেটা তখনই বলতে পারবো। জোটগতভাবে নির্বাচন করার জন্য আমাদের জিতে আসার মতো প্রার্থীদের নিয়ে আমরা আলোচনা করতে চাই।

  • সর্বশেষ
  • জনপ্রিয়