শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ১৮ নভেম্বর, ২০১৮, ০৬:৪০ সকাল
আপডেট : ১৮ নভেম্বর, ২০১৮, ০৬:৪০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সিএনএন’র সেই সাংবাদিককে আটকাতে পারলেন না ট্রাম্প

মুসফিরাহ হাবীব : সংবাদ সম্মেলনে বাদানুবাদের জেরে সিএনএন প্রতিবেদক জিম অ্যাকোস্টার হোয়াইট হাউজে প্রবেশের ‘প্রেস পাস' বাতিল করেও তাকে আটকাতে পারলেন না যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

আদালতের  নির্দেশে সাময়িকভাবে প্রবেশাধিকার ফিরে পেয়েছেন সিএনএন- এর প্রধান হোয়াইট হাউজ সংবাদদাতা অ্যাকোস্টা। শুক্রবার তার পক্ষে যুক্তরাষ্ট্রের ডিস্ট্রিক্ট কোর্টের বিচারক টিমোথি কেলি সাময়িকভাবে হোয়াইট হাউজে অ্যাকোস্টার প্রবেশাধিকার মঞ্জুর করেন।

প্রেসিডেন্ট ট্রাম্প এখন হোয়াইট হাউজে সাংবাদিকদের জন্য ‘নিয়ম’ তৈরি করবেন বলে জানিয়েছেন। সাংবাদিকদের তিনি বলেন, হোয়াইট হাউজে সাংবাদিকদের শিষ্টাচার চর্চা করতে হবে।

গত ৭ নভেম্বর যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন নিয়ে সংবাদ সম্মেলন করেন প্রেসিডেন্ট ট্রাম্প। এতে উপস্থিত হয়ে অ্যাকোস্টা নির্বাচনসহ একের পর এক ইস্যুতে ট্রা্পকে চ্যালেঞ্জ করে প্রশ্ন করতে থাকলে তাদের মধ্যে বিতর্কের সূত্রপাত হয়।

বাদানুবাদের একপর্যায়ে হোয়াইট হাউজের এক শিক্ষানবীস নারী অ্যাকোস্টার মাইক্রোফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে তিনি তাতে বাধা দেন। এ ঘটনার জেরে অ্যাকোস্টার প্রেস পাস বাতিল করে ট্রাম্প প্রশাসন।

পরে এক বিবৃতিতে প্রেস সেক্রেটারি সারাহ স্যান্ডার্স জানান, অ্যাকোস্টা ওই নারীর হাতের ওপর হাত দিয়েছিলেন, যা যথাযথ ছিল না। তার এমন আচরণের জন্যই প্রেস পাস বাতিল করা হয়েছে।

ট্রাম্প শুক্রবার ‘ফক্স নিউজ’কে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, আচরণবিধির জন্য নিয়ম করা হচ্ছে। কেউ অসদাচরণ করলে তাকে ছুড়ে ফেলা হবে কিংবা সংবাদ সম্মেলন বন্ধ করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়