শিরোনাম
◈ উপজেলা নির্বাচনে প্রভাব বিস্তার করলেই ব্যবস্থা: ইসি আলমগীর  ◈ নির্বাচনের মাঝেই ভারতের পররাষ্ট্র সচিব শনিবার ঢাকা আসছেন ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ মুজিবনগর সরকারের ৪০০ টাকা মাসিক বেতনের কর্মচারি ছিলেন জিয়াউর রহমান: পররাষ্ট্রমন্ত্রী ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি ◈ টাইমের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় বাংলাদেশের মেরিনা (ভিডিও)

প্রকাশিত : ১৮ নভেম্বর, ২০১৮, ০৪:৩৭ সকাল
আপডেট : ১৮ নভেম্বর, ২০১৮, ০৪:৩৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নির্বাচন কমিশনারের মন্তব্য সুষ্ঠু নির্বাচনের অন্তরায় : প্রিন্স

লিয়ন মীর : ‘নির্বাচন শতভাগ সুষ্ঠু হবে না ’বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার কবিতা খানম। জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা হওয়ার পরে তার এমন মন্তব্য সুষ্ঠু নির্বাচনের জন্য আন্তরায় বলে মনে করছেন সিপিবি সম্পাদক রুহিন হোসেন প্রিন্স। এই  প্রতিবেদকের সঙ্গে আলাপকালে তিনি বলেন, নির্বাচন কমিশনের দায়িত্ব সুষ্ঠু নির্বাচনের ক্ষেত্র তৈরি করা কিন্তু নির্বাচন কমিশন নির্বাচনের আগেই বলছেন, নির্বাচন সুষ্ঠু হবে না। এর ফলে জনগণের কাছে নির্বাচন সম্পর্কে আগাম নেতিবাচক ধারণা তৈরি হয়ে থাকলো।

তিনি বলেন, চলতি বছরের ৬ আগস্ট প্রধান নির্বাচন কমিশনার এক অনুষ্ঠানে বলেছিলেন, জাতীয় নির্বাচনে কোনো অনিয়ম হবে না, এই নিশ্চয়তা দেওয়া যাবে না। একজন নির্বাচন কমিশনার বললেন, নির্বাচন শতভাগ সুষ্ঠু করা সম্ভব নয়। নির্বাচন কমিশনের কাছ থেকে নির্বাচন সম্পর্কে এমন মন্তব্য শুনতে কোনো মানুষই প্রস্তুত নয়। এমন মন্তব্য সুষ্ঠু নির্বাচনের একেবারেই অন্তরায়।

তিনি আরো বলেন, এই মুহূর্তে সবকিছুই নির্বাচন কমিশনের অধীনে। সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের জন্য এখন সবচেয়ে বেশি দায়িত্ব নির্বাচন কমিশনের। সবকিছুই তাদের হিসাব করে করা উচিত। গোটা দেশে নির্বাচনকে কেন্দ্র করে আচরণবিধি লংঙ্ঘনের যে অভিযোগ উঠেছে, সেবিষয়ে নির্বাচন কমিশন এখন পর্যন্ত যথাযথ ব্যবস্থা নিতে পারেনি। এতে নির্বাচন কমিশনের অযোগ্যতা প্রকাশ পাচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়