শিরোনাম
◈ বিশ্বের প্রতি যুদ্ধকে ‘না’ বলার আহ্বান প্রধানমন্ত্রীর ◈ বাংলাদেশ ব্রাজিল থেকে ইথানল নিতে পারে, যা তেলের চেয়ে অনেক সস্তা: রাষ্ট্রদূত ◈ যুক্তরাষ্ট্র সরে এলে বিশ্বরাজনীতিতে নেতৃত্ব দেবে কে: বাইডেন ◈ মিয়ানমার সেনাসহ ২৮৮ জনকে ফেরত পাঠালো বিজিবি ◈ উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় বিএনপির ৬৪ নেতাকে কারণ দর্শানোর নোটিশ ◈ বর্ধিত ভাড়ায় ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু ◈ মন্ত্রী ও এমপিদের নিকটাত্মীয়রা প্রার্থিতা প্রত্যাহার না করলে সময়মতো ব্যবস্থা নেওয়া হবে: ওবায়দুল কাদের  ◈ লোডশেডিং ১০০০ মেগাওয়াট ছাড়িয়েছে, চাপ পড়ছে গ্রামে ◈ বাংলাদেশে কাতারের বিনিয়োগ সম্প্রসারণের বিপুল সম্ভাবনা দেখছেন ব্যবসায়ীরা  ◈ হিট স্ট্রোকে রাজধানীতে রিকশা চালকের মৃত্যু

প্রকাশিত : ১৮ নভেম্বর, ২০১৮, ০৪:৩৩ সকাল
আপডেট : ১৮ নভেম্বর, ২০১৮, ০৪:৩৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ব্লেম গেম ও বিরোধীদলগুলোর রাজনৈতিক কৌশল

গোলাম মাওলা রনি : নির্বাচনী মাঠ কেউ সমতল করে দিতে পারবে না, প্রার্থীদেরই তা ঠিক করে নিতে হবে। রাজনীতি ফুলের বিছানা নয়। সবসময়ই অগোছালো ও কাটা বিছানো থাকে, সরিয়ে সামনে এগিয়ে যেতে হয়। অসমতলই থাকে। যে রাজনৈতিক দল জনগণকে দিয়ে এই মাঠটা সমতল করতে পারে তারা চূড়ান্ত বিচারে বিজয়ী হন।

লেভেল প্লেয়িং ফ্লিড একটা অরাজনৈতিক বক্তব্য। লেভেল ফিল্ড সংসদীয় রাজনীতি বলতে কিছু থাকে না, এটা হচ্ছে রাষ্ট্রব্যবস্থার একটা শব্দ। লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করার জায়গাগুলো হচ্ছেÑ বিচারালয়সহ অন্যান্য ন্যায়বিচারের স্বার্থে। রাজনীতির মাঠ সব দেশে সবসময়ই অসমতল থাকে। যে রাজনৈতিক দল বা নেতা জনগণকে হ্যামিলীয়নের বাঁশিওয়াওয়ার মতো জাদুর বাঁশি বাজিয়ে রাস্তায় নামিয়ে আনতে পারে এবং জনগণ দ্বারা অসমতল মাঠ সমতল করতে পারে বিজয় মাল্য তাদেরই আসে।

রাজনীতিতে যারা ব্লেম গেম করেন তারা সবসময়ই দুর্বল। শক্তিশালী লোকেরা কখনো ব্লেম গেম করে না, কৌশল করে। যারা লেভেল প্লেয়িং ফিল্ডের কথাবার্তা বলেন, তারা সাধারণত রাজনৈতিকভাবে দেউলিয়া। কৌশল করতে পারলে মাঠ তাদের পক্ষে নিয়ে যেতে পারতো। বরং তারা যদি বলতো, রাজনীতির মাঠ আমাদের পক্ষে রয়েছে। লেভেলে প্লেয়িং ফিল্ড ঠিক আছে, আমরা নির্বাচনে যাচ্ছি, জনগন আমাদের ভোট দেবেনÑ আমরা আশাবাদী। এতে সরকারি দলের গোছানো মাঠে তাদের প্রবেশ ঘটতো, হতাশা সৃষ্টি হতো ক্ষমতাসীনদের মধ্যে। কিন্তু বিরোধীদল এই যে বলছে, নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড এখনো নিশ্চিত হয়নি বা নেই তাতে সরকারি দল আরও আনন্দ পাচ্ছে। এটা রাজনৈতিক অপরিপক্কতা ও দেউলিয়াপনার একটি ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। ফলে সফল হতে হলে ব্লেম গেম নয়, দরকার শক্তিশালী অবস্থান। কৌশল ও পরিপক্কতা, তাহলে রাজনীতির মাঠে বিরোধীদলগুলো সফল হতে পারবে। লেভেল প্লেয়িং ফিল্ডও নিশ্চিত হবে।

পরিচিতি : কলামিস্ট ও সাবেক সংসদ সদস্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়