শিরোনাম
◈ জাতিসংঘে সদস্যপদ প্রস্তাবে মার্কিন ভেটোর নিন্দা ফিলিস্তিনের, লজ্জাজনক বলল তুরস্ক ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের

প্রকাশিত : ১৮ নভেম্বর, ২০১৮, ০৪:০৭ সকাল
আপডেট : ১৮ নভেম্বর, ২০১৮, ০৪:০৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাজধানীতে তালিকাভুক্ত মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার ৫২

সুজন কৈরী: রাজধানীতে মাদক বিরোধী বিশেষ অভিযানে মাদক সেবন ও বিক্রির অভিযোগে ৩০ হাজার ৭০৪পিস ইয়াবাসহ ৫২ জনকে গ্রেফতার করা হয়েছে। র‌্যাব, ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর (ডিএনসি) পৃথকভাবে এ অভিযান চালায়। আটককৃতদের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় ৩৮টি পৃথক মাদক মামলা দায়ের করা হয়েছে।

ডিএসসির ঢাকা মেট্রো উপ-অঞ্চলের সহকারী পরিচালক (উত্তর) মোহাম্মদ খোরশিদ আলম জানান, ডিএনসির খিলগাঁও সার্কেলের পরিদর্শক মো. সুমনুর রহমানের নেৃতত্বে একটি টিম শনিবার সকালে রাজধানীর উত্তরার ৯নম্বর সেক্টরের ৩/সি নম্বর রোডের ২ নম্বর বাড়ির ৪র্থ তলার ৩/বি নম্বর ফ্লাটে অভিযান চালায়। এ সময় সেখান থেকে ডিএনসির তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী মাকছুদুর রহমান মাছুম ওরফে জামাই মাছুমকে আটক করা হয়। পরে তার দেখানো মতে বাসার ওয়ারড্রপের ড্রয়ার থেকে ৫ হাজার পিস ইয়াবা এবং খাটের নীচ থেকে ৯৩ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।

জিজ্ঞাসাবাদে জামাই মাছুম জানিয়েছেন, মাদক ব্যবসায়ী হাড্ডি ফারুকের কাছ থেকে সোর্সের মাধ্যমে ইয়াবাগুলো সংগ্রহ করেছেন। হাড্ডি ফারুকের ঠিকানা না জানলেও সোর্সের ঠিকানা জানান তিনি। এরপর জামাই মাসুমকে সঙ্গে নিয়ে রাজধানীর খিলক্ষেতের মধ্যপাড়ার ১১৫/খ নম্বরস্থ সোর্স নিজাম উদ্দিনের বাসায় অভিযান চালানো হয়। নিজাম উদ্দিনের বাসায় তল্লাশী চালিয়ে ২২হাজার পিস ইয়াবা ও ২০ক্যান বিয়ার উদ্ধার করা হয়। আটক করা নিজাম উদ্দিনকে। একই সূত্রে হাড্ডি ফারুকের অপর এক সোর্স মো. শাকিলকে বসুন্ধরা আবাসিক এলাকার গেইট থেকে ৫শ’ পিস ইয়াবাসহ আটক করা হয়।

পরিদর্শক সুমনুর রহমান জানান, উদ্ধার ইয়াবাগুলোর মূল মালিক হাড্ডি ফারুক ডিএনসির একজন তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী। তাকে গ্রেফতারে অভিযান চলছে। এ ঘটনায় রাজধানীর উত্তরা, ভাটারা ও খিলক্ষেত থানায় মাদক আইনে পৃথক তিনটি মামলা হয়েছে।

এদিকে ডিএনসির অপর একটি টীম রাজধানীর মিরপুর-১ নম্বরে আভিযান চালিয়ে ৩শ’ পিস ইয়াবাসহ মো. মাসুদ নামের একজনকে আটক করেছে।

র‌্যাব-৩ এর কোম্পানি কমান্ডার (সিপিসি-৩) লেফট্যানেন্ট কমান্ডার আশেকুর রহমান জানান, শনিবার দুপুরে রাজধানীর এলিফ্যান্ট রোড এলাকা থেকে ১ হাজার ৮৫ পিস ইয়াবাসহ মোহাম্মদ আলী ও বিল্লাল হোসেন নামের দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। ইয়াবা ছাড়াও তাদের কাছ থেকে একটি মোবাইল ফোন ও নগদ আড়াই হাজার টাকা উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানিয়েছেন, তারা দীর্ঘদিন ধরে ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত। এ ঘটনায় তাদের বিরুদ্ধে নিউমার্কেট থানায় মাদক আইনে মামলা হয়েছে।

অপরদিকে ডিএমপির ডিসি (মিডিয়া) মো. মাসুদুর রহমান জানান, শুক্রবার সকাল ৬টা থেকে শনিবার সকাল ৬টা পর্যন্ত মাদক বিরোধী বিশেষ অভিযানে মাদক সেবন ও বিক্রির অভিযোগে ৪৬ জনকে গ্রেফতার করা হয়েছে। অভিযানে ১ হাজার ৮১৯ পিস ইয়াবা, ৮৮৯গ্রাম ১ হাজার ৭৩পুরিয়া হেরোইন, ৪শ’গ্রাম গাঁজা ও ৪৩২ ক্যান বিয়ার উদ্ধার করা হয়। মাদক আইনে তাদের বিরুদ্ধে ৩৪টি মামলা করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়