Skip to main content

সাইমন-পরীমনির বাহাদুরী

আবু সুফিয়ান রতন : ঢাকাই চলচ্চিত্রের এ সময়ের জনপ্রিয় দুই তারকা সাইমন সাদিক ও পরীমনি। বেশ কিছু ছবিতে তারা জুটি হয়ে কাজ করেছেন। আরও কিছু ছবি আছে নির্মাণাধীন। তারমধ্যে অন্যতম ‘বাহাদুরি’। শফিক হাসানের পরিচালনায় এই ছবিতে জমজমাট এক রসায়ন নিয়ে হাজির হবে ‘পুড়ে যায় মন’ খ্যাত জুটি। সম্প্রতি শুরু হয়েছে শফিক হাসান পরিচালিত ‘বাহাদুরি’ সিনেমার শেষ অংশের শুটিং। ইতোমধ্যে ছবির ৯০ ভাগ কাজ শেষ হয়েছে। বাকি ছিল দুটি গান ও কয়েকটি দৃশ্য। নরসিংদীর একটি স্পটে এখন ছবিটির গানের শুটিং চলছে। সেখানে অংশ নিয়েছেন সাইমন-পরীমনি। জমে উঠেছে তাদের রসায়ন। ছবির পরিচালক শফিক হাসান বলেন, ‘আমার ছবির কাজ প্রায় শেষ। দুটি গান ও টুকটাক কিছু দৃশ্যের শুটিং বাকি আছে। ৪-৫ দিনে সব কাজ শেষ হয়ে যাবে বলে আশা করছি।’ সাইমন বলেন, ‘ছবির সব শুটিং, ডাবিং আগেই শেষ হয়েছে। বাকি ছিল আমার আর পরীর দুটি গানের কাজ। আজকালের মধ্যেই কাজটি শেষ হয়ে যাবে। ‘তোর ক্রেজি ক্রেজি ঠোঁট দেখে মনে লাগে চোট’ এমন কথার গানে আমরা পারফর্ম করছি। নাচে ভরপুর একটি গান। দর্শকরা বিনোদন খুঁজে পাবেন আশা করছি।’ রোমান্টিক ঘরানার ‘বাহাদুরি’ ছবিতে আরও অভিনয় করেছেন জায়েদ খান ও নবাগত মৌ খান। ছবিতে তাদের অংশের শুটিংও প্রায় শেষ।