শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ বিশ্ববাজারে সোনার সর্বোচ্চ দামের নতুন রেকর্ড ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ চেক প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল-শামিমার বিচার শুরু ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ প্রফেসর ইউনূসকে প্রদত্ত "ট্রি অব পিস" প্রধানমন্ত্রীকে প্রদত্ত একই ভাস্করের একই ভাস্কর্য: ইউনূস সেন্টার ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ কুড়িগ্রামে অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে দেশে ফিরলেন ভুটানের রাজা ◈ জনগণকে সংগঠিত করে চূড়ান্তভাবে বিজয় অর্জন করতে হবে: মির্জা ফখরুল

প্রকাশিত : ১৮ নভেম্বর, ২০১৮, ০৩:০৪ রাত
আপডেট : ১৮ নভেম্বর, ২০১৮, ০৩:০৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফ্রান্সে তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদ: নিহত ১

এ. আর. ফারুকী : ফ্রান্সে তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে জড়ো হওয়া প্রতিবাদকারীদের একজন গাড়ি চাপা পড়ে নিহত হয়েছেন। ফ্রান্সের উত্তর-পূর্ব স্যাভয় অঞ্চলে একজন তার অসুস্থ মেয়েকে নিয়ে হাসপাতালে রওনা হলে ৫০ জনের মতো বিক্ষোভকারী তার পথ রোধ করে তার গাড়ির উপর হামলা করে। পরে তিনি ভয় পেয়ে গাড়ি নিয়ে পালাতে চাইলে গাড়ির নিচে চাপা পড়ে মারা যান এক নারী। পুলিস পরে সেই চালককে তাদের জিম্মায় নিয়েছে। এছাড়াও সারাদেশে আহত হয়েছে আরো কয়েকজন। আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস ছুড়েছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছে ফ্রান্সের সংবাদপত্র লা পারিসিয়েন।

এই ঘটনার প্রেক্ষিতে ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী ক্রিস্টোফ ক্যাস্টনার বলেছেন, ‘এই আন্দোলনে যদি প্রাণহানির ঘটনা ঘটে তবে আন্দোলন ব্যর্থ হবে’। ফ্রান্সের প্রায় ২০০০ জায়গায় প্রায় ১ লাখ ২০ হাজার বিক্ষোভকারীরা হলুদ জ্যাকেট পরে বিক্ষোভ প্রদর্শন করেছে। ফ্রান্সে সাধারণত ট্রাক-লরি চালক. মহাসড়কের গাড়ি চালকরা হলুদ জ্যাকেট পরে। বিক্ষোভাকারীরা তেলের মূল্য বৃদ্ধির জন্য ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাঁক্রোকে দায়ী করেছে।
এর আগে ম্যাঁক্রো বলেন, তিনি জনগনের সুবিধা উপলব্ধি করতে ব্যর্থ হয়েছেন। তিনি দাবী করেছেন, তার বিরোধীরা আন্দোলনকে ছিনতাই করে তার পুনরুদ্ধার পরিকল্পনাকে বাধাগ্রস্ত করতে চায়। বিবিসি

  • সর্বশেষ
  • জনপ্রিয়