Skip to main content

দেশের শাসকগোষ্ঠী মওলানা ভাসানীকে প্রতিপক্ষ মনে করেছে : বাম ঐক্য

রফিক আহমেদ : গণতান্ত্রিক বাম ঐক্যের সমন্বয়ক কমরেড এম. এ সামাদ বলেছেন, বর্তমান সময়ে ভাসানীর মত নেতার বড়ই প্রয়োজন। দুঃখের বিষয় দেশের শাসকগোষ্ঠি মওলানা ভাসানীকে প্রতিপক্ষ মনে করেছে। শনিবার বিকালে মজলুম নেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৪২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তোপখানা রোডস্থ বাম ঐক্যের কেন্দ্রীয় কার্যালয়ে আলোচনা সভায় তিনি এ কথা বলেন। বাম ঐকের সমন্বয়ক বলেন- মওলানা ভাসানীর মত ত্যাগী, সৎ, সাহসী একজন নেতার অভাব আজ জাতি ভীষণভাবে অনুভব করছে। তাকে যথাযথ মূল্যায়ন করেনি। তার জীবনদর্শন নতুন প্রজন্মের কাছে যাতে প্রচারিত না হয় কৌশলে সেই ব্যবস্থা করেছে। তিনি মওলানা ভাসানীর জীবনাদর্শ অনুসরণ ও নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে সকলের প্রতি আহ্বান জানান। গণতান্ত্রিক বাম ঐক্যের সমন্বয়ক কমরেড এম.এ সামাদের সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশের সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক কমরেড হারুন চৌধুরী, জাতীয় বিপ্লবী পার্টির আহ্বায়ক আবুল কালাম আজাদ, সমাজতান্ত্রিক মজদুর পার্টির সাধারণ সম্পাদক ডা. কমরেড সামছুল আলম, বাংলাদেশের সোস্যালিস্ট পার্টির সাধারণ সম্পাদক কমরেড সাহিদুর রহমান, বাংলাদেশের সমতা পার্টির সভাপতি কমরেড ফরহাদ চৌধুরী এবং বাংলাদেশের শ্রমিক পার্টির সভাপতি কমরেড ফেরদৌস আহমেদ, কমরেড মোস্তফা আল খালিদ, কমরেড আবদুল্লাহ আল মামুন, কমরেড রফিকুল ইসলাম, কমরেড মাসুদ ও কমরেড জয় প্রমুখ। সম্পাদনা- হুমায়ুন কবির খোকন

অন্যান্য সংবাদ