Skip to main content

চীন ও যুক্তরাষ্ট্রের বাণিজ্য যুদ্ধে বাংলাদেশের ‘বেকওয়ার্ড লিংকেজ ইন্ডাস্ট্রি’এর সম্ভাবনা বাড়বে : ডিসিসিআই

স্বপ্না চক্রবর্তী : সম্প্রতি শুরু হওয়া বৈশ্বিক বাণিজ্য যুদ্ধের কারণে বাংলাদেশের ‘বেককওয়ার্ড লিংকেজ ইন্ডাস্ট্রি’-এর সম্ভাবনা আরো বাড়বে বলে জানিয়েছেন বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব শুভাশীষ বসু। তিনি বলেন, এ বাণিজ্য যুদ্ধের কারণে সারা পৃথিবী জুড়ে উদ্বেগ-উৎকণ্ঠার তৈরি হয়েছে। এর ফলে আমাদের দেশের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে বলে আমার মনে হয়। শনিবার ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) এবং বাংলাদেশ ফরেন ট্রেড ইন্সটিটিউট যৌথভাবে আয়োজিত ‘বৈশ্বিক বাণিজ্য যুদ্ধ এবং বাংলাদেশে-এর প্রভাব’ শীর্ষক সেমিনারে প্রধান অথিতির বক্ত্যব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্র কর্তৃক চীনের রপ্তানিকৃত যেসব পণ্যের উপর শুল্কারোপ করেছে, তার পরিমাণ প্রায় ২ হাজার ৫শ বিলিয়ন মার্কিন ডলার। আমেরিকা কর্তৃক দুটো চেম্বার পরিচালিত চীনের বিনিয়োগকারী প্রতিষ্ঠান সমূহের জরিপে দেখা গেছে, ৯৪% প্রতিষ্ঠান তাদের বিনিয়োগকে পুনঃরায় আমেরিকায় নিয়ে যাওয়ার ব্যাপারে আগ্রহী নয় এবং এক্ষেত্রে প্রতিষ্ঠান সমূহ এশিয়ার বিভিন্ন দেশ বিশেষ করে ভিয়েতনাম, কম্বোডিয়া প্রভৃতি দেশকে প্রধান্য দিয়ে থাকবে। তিনি বাংলাদেশকে উপযোগী গন্তব্য হিসেবে উপস্থাপনের জন্য অবকাঠামো খাতের উন্নয়ন, মানব সম্পদের দক্ষতা বাড়ানো এবং তথ্য-প্রযুক্তি খাতের উপর গুরুতারোপে বেসরকারীখাতের প্রতি আহবান জানান। এসময় বাংলাদেশ ফরেন ট্রেড ইন্সটিটিউটের প্রধান নির্বাহী কর্মকর্তা আলী আহমেদ মূল প্রবন্ধ উপস্থাপন করেন। মূল প্রবন্ধে তিনি বলেন, চলতি বছরের যুক্তরাষ্ট্র প্রথম দফায় মার্চ মাসে চীনে উৎপাদিত স্টিল পণ্যের উপর ২৫ শতাংশ ও এ্যালুমনিয়াম পণ্যের উপর ১০ শতাংশ হারে শুল্কারোপ করলে প্রতিউত্তরে চীন যুক্তরাষ্ট্রে উৎপাদিত পণ্যের উপর শুল্কারোপ করে, যার মুল্য ৩ বিলিয়ন মার্কিন ডলার। এ বাণিজ্য যুদ্ধের কারণে বৈশ্বিক জিডিপির দশমিক ৮১ শতাংশ ক্ষতিগ্রস্থ হয়েছে। সূতার দাম বৈশ্বিক বাজারে ১০ শতাংশ কমে যাওয়ায় আমাদের উদ্যোক্তারা কম খরচে তৈরি পোষাক উৎপাদনে সুযোগ পাবেন। ডিসিসিআইয়ের সভাপতি আবুল কাসেম খানের সভাপতিত্বে এ সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব শুভাশীষ বসু। বিশেষ অতিথি ছিলেন রপ্তানী উন্নয়ন ব্যুরো (ইপিবি) এর ভাইস চেয়ারম্যান বিজয় ভট্টাচার্য, ডিসিসিআই সহ-সভাপতি রিয়াদ হোসেন, পরিচালক ইমরান আহমেদ, মো. আলাউদ্দিন মালিক, মোহাম্মদ বাশীর উদ্দিন, প্রাক্তন সহ-সভাপতি আবসার করিম চৌধুরী এবং মহাসচিব এএইচএম রেজাউল কবির।

অন্যান্য সংবাদ