শিরোনাম
◈ তীব্র গরমে শিক্ষাপ্রতিষ্ঠান আরও ৭ দিন বন্ধ ঘোষণা ◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত ◈ সরকার চোরাবালির ওপর দাঁড়িয়ে, পতন অনিবার্য: রিজভী  ◈ সরকারের বিরুদ্ধে অবিরাম নালিশের রাজনীতি করছে বিএনপি: ওবায়দুল কাদের ◈ বুশরা বিবিকে ‘টয়লেট ক্লিনার’ মেশানো খাবার খাওয়ানোর অভিযোগ ইমরানের ◈ গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি 

প্রকাশিত : ১৮ নভেম্বর, ২০১৮, ০২:০৯ রাত
আপডেট : ১৮ নভেম্বর, ২০১৮, ০২:০৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা শুরু কাল

তরিকুল ইসলাম সুমন : প্রাথমিক শিক্ষা ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষা ২০১৮ কাল সকাল ১০ টায় শুরু হচ্ছে। যা শেষ হবে ২৬ নভেম্বর। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান এম পি পরীক্ষা শুরুর দিন সকাল ১০ ঘটিকায় রাজধানীর বেইলি রোডস্থ ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করবেন।

প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় এবার ২৭ লাখ ৭৭ হাজার ২৭০জন পরীক্ষার্থী অংশ নিবে, যার মধ্যে ছাত্র সংখ্যা ১২ লাখ ৭৮হাজার ৭৪২ জন এবং ছাত্রী সংখ্যা ১৪ লাখ ৯৮হাজার ৫২৮ জন। ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষায় ৩ লাখ ১৭ হাজার ৮৫৩ জন পরীক্ষার্থী অংশ নিবে। এতে ছাত্র সংখ্যা ১লাখ ৬৬ হাজার৮১৪ জন এবং ছাত্রী সংখ্যা ১লাখ ৫১ হাজার ৩৯ জন। ৩ হাজার ২ শ' ৯৪জন বিশেষ চাহিদা সম্পন্ন পরীক্ষার্থী অংশগ্রহণ করবে।পরীক্ষা প্রতিদিন সকাল ১০.৩০ ঘটিকায় শুরু হয়ে শেষ হবে দুপুর ১.০০ ঘটিকায়। বিশেষ চাহিদা সম্পন্ন পরীক্ষার্থীদের জন্য অতিরিক্ত ৩০ মিনিট সময় বরাদ্দ থাকবে। ৬ টি বিষয়ের প্রতিটিতে ১০০ করে মোট ৬০০ নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এবার পরীক্ষার বহুনির্বাচনী প্রশ্ন (এমসিকিউ) বাদ দেয়া হয়েছে।

সর্বমোট ৭ হাজার ৪১০টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। তম্মধ্যে রয়েছে দেশের অভ্যন্তরে ৭ হাজার ৩৯৮টি এবং দেশের বাইরে ১২ টি কেন্দ্র। সমাপনী পরীক্ষা সুষ্ঠু ও স্বচ্ছতার সাথে সম্পন্নের জন্য ইতোমধ্যে যাবতীয় কর্মকাণ্ড সম্পন্ন করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়