শিরোনাম
◈ প্রাথমিক স্কুলে অ্যাসেম্বলি বন্ধ রাখার নির্দেশ ◈ গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল ◈ পাগলা মসজিদের দানবাক্সে এবার ২৭ বস্তা টাকা, গণনা চলছে ◈ সাতক্ষীরায় এমপি দোলনের গাড়িতে হামলা ◈ চুয়াডাঙ্গার পরিস্থিতি এখন মরুভূমির মতো, তাপমাত্রা ৪১ দশমিক  ৫ ডিগ্রি ◈ ফরিদপুরে পঞ্চপল্লীতে গণপিটুনিতে ২ ভাই নিহতের ঘটনায় গ্রেপ্তার ১ ◈ মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা

প্রকাশিত : ১৮ নভেম্বর, ২০১৮, ০১:১১ রাত
আপডেট : ১৮ নভেম্বর, ২০১৮, ০১:১১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কোহলিকে সতর্ক করলো ভারতীয় বোর্ড

স্পোর্টস ডেস্ক : অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ সামনেই। সেই সিরিজে সাফল্য লাভের জন্য ভারতের সবচেয়ে বড় ভরসা হলেন অধিনায়ক বিরাট কোহলি। তাই তার পরিপূর্ণ মনোযোগ যেন ক্রিকেটেই থাকে, কোথাও কোনরূপ অসংযত মন্তব্য করে যেন ফেঁসে না যান এ কারণে কথাবার্তা বলার ব্যাপারে তাঁকে আরেকটু সতর্ক হতে বলেছে ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রশাসকদের কমিটি। কোহলিকে আরেকটু ভদ্রতার সহিত কথা বলার আহ্বান জানিয়েছেন তারা।

গত শুক্রবার অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে রওয়ানা দিয়েছে ভারতীয় দল। এর আগে হোয়াটসঅ্যাপের মাধ্যমে প্রশাসকদের কমিটির একজন কোহলিকে আরেকটু ভদ্র হওয়ার বিষয়টি অবগত করেন। তাঁর এক-দুই দিন পরে কোহলিকে কমিটির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে ফোন দেওয়া হয়।

এই বলে তাকে সতর্ক করা হয় যে, যেকোনো পরিস্থিতিতে তিনি যেন মেজাজ না হারান, তিনি যে ভারতের অধিনায়ক, এ বিষয়টা যেন তার মাথায় থাকে। প্রশাসক কমিটির এক মুখপাত্র জানান, ‘কোহলিকে যেকোনো পরিস্থিতিতে মাথা ঠান্ডা রাখতে বলা হয়েছে। সেটা সংবাদ সম্মেলনে হোক, মাঠে খেলার সময় হোক, হোক দর্শকদের সঙ্গে কথাবার্তা বলার সময়।’

কিছুদিন আগে জন্মদিন উপলক্ষে নিজের অফিশিয়াল অ্যাপের লাঞ্চ করেছেন কোহলি। সেখানে একটি ভিডিও ছেড়েছিলেন তিনি। ভিডিওতে এক ভক্তের বিরূপ মন্তব্য পড়ার পর তাকে দেশ ছেড়ে চলে যেতে বলেন কোহলি। সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে এ বিষয়টি নিয়ে তুমুল হাস্যরস আর সমালোচনার শিকার হয়েছেন তিনি।

সেই ভক্তের খুদে বার্তাটি ছিল এমন, ‘সে (কোহলি) অতি মূল্যায়িত ব্যাটস্ম্যান। তার ব্যাটিংয়ে বিশেষ কিছু নেই। ভারতীয়দের তুলনায় আমার ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ান ব্যাট্সম্যানদেরই বেশি ভালো লাগে।’ কোহলি এই খুদে বার্তার জবাবে সেই ভক্তকে বলেন, ‘আমার মনে হয় না আপনার ভারতে থাকা উচিত। দেশ ছেড়ে অন্য কোথাও থাকুন। আমাদের দেশে থেকে কেন অন্য দেশকে ভালোবাসছেন? আমাকে পছন্দ করেন না, তাতে কিছু মনে করিনি। কিন্তু আমি মনে করি, এ দেশে থেকে আপনার অন্য দেশের কিছু পছন্দ করা উচিত না। আগে নিজের অগ্রাধিকার ঠিক করুন।’

ভারত-অস্ট্রেলিয়া সিরিজে সব সময়েই উত্তেজনা ছড়ায়। ২০০৮ সালের ‘মাঙ্কিগেট’ কেলেঙ্কারিই তার জ্বলন্ত প্রমাণ। সেবার কথার লড়াইয়ে মেতেছিলেন হরভজন সিং আর অ্যান্ড্রু সাইমন্ডস। গত বছরও বিবাদে জড়িয়েছিলেন স্টিভেন স্মিথ আর বিরাট কোহলি। তাই অমন কোনো ঘটনা যেন এবার না ঘটে, আগেভাগেই সতর্ক থাকছে ভারতীয় বোর্ড। -ক্রিকইনফো

  • সর্বশেষ
  • জনপ্রিয়