শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ১৮ নভেম্বর, ২০১৮, ০১:০০ রাত
আপডেট : ১৮ নভেম্বর, ২০১৮, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ধানের শীষের জোয়ারে নৌকা ভেসে যাবে : মওদুদ

এস এম নূর মোহাম্মদ : বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেছেন, এবার সবাইকে লড়াই করে ভোট দিতে হবে। সুষ্ঠু নির্বাচন হলে আওয়ামী লীগ বিপুল ভোটে পরাজিত হবে। ধানের শীষের জোয়ারে নৌকা ভেসে যাবে।

শনিবার সুপ্রিম কোর্ট চত্বরে জাতীয় আইনজীবী ঐক্যফ্রন্ট আয়োজিত আইনজীবীদের মহাসমাবেশে তিনি এসব কথা বলেন। মওদুদ বলেন, স্বাধীনতার চেতনা এখন আর নেই। এই সরকারের সময় বিচার বিভাগ ও গণমাধ্যমের স্বাধীনতা হারিয়েছি। মানুষের মৌলিক অধিকার নেই। বাংলাদেশের আপামর জনসাধারণ এই সরকাররের পতন দেখতে চায়।

তিনি বলেন, চারদিন ঢাকার রাস্তা বন্ধ করে দিয়ে আওয়ামী লীগ মনোনয়ন ফরম জমা নিয়েছে। কোন বাধা দেয়া হয়নি। অথচ আমরা মনোনয়ন ফরম বিক্রি শুরু করলে জনগণের জোয়ার দেখে ইসি নির্দেশ দিয়েছে শোডাউন হবে না। তখন হেলমেট পড়ে ছাত্রলীগ-যুবলীগ দিয়ে নেতা-কর্মীদের ওপর হামলা চালানো হলো। তাদের এই হামলা নির্বাচনকে ঘিরে আমাদের যে গতি তা নিবারণের জন্য। মূলত সরকারের ষড়যন্ত্র নির্বাচন কমিশনকে দিয়ে বাস্তবায়ন করা হচ্ছে। তবুও আমরা নির্বাচনে আছি এবং থাকবো।

শত প্রতিকূলতা সত্ত্বেও নির্বাচনে অংশ নেওয়ার কারণ ব্যাখ্যা করে মওদুদ বলেন, এ নির্বাচনে একটি ঐক্য প্রয়োজন ছিল। ড. কামাল হোসেনকে বলেছি, আপনি এগিয়ে আসুন। ১৬ কোটি মানুষের নেতৃত্ব দিন। এরপর ড. কামাল আসলেন, নেতিৃত্ব দিলেন। তাই এই নির্বাচনে এলাম।

  • সর্বশেষ
  • জনপ্রিয়