শিরোনাম
◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত ◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন

প্রকাশিত : ১৮ নভেম্বর, ২০১৮, ১২:১১ দুপুর
আপডেট : ১৮ নভেম্বর, ২০১৮, ১২:১১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আপাতত পাকিস্তানে যাচ্ছে না বাংলাদেশ হকি দল

নিজস্ব প্রতিবেদক : পাকিস্তানের সফরের জন্য আন্তর্জাতিক হকি ফেডারেশনের চাপ সত্ত্বেও নিরাপত্তা ইস্যু আর জাতীয় নির্বাচনের কথা মাথায় রেখে সফর করতে রাজি নয় বাংলাদেশ। কোনভাবেই আইএইচএফের (আন্তর্জাতিক হকি ফেডারেশন) কাছে মাথানত করবে না বলে জানিয়েছে ফেডারেশন যুগ্ম সম্পাদক মাহবুব এহসান রানা।

অন্যদিকে প্রিমিয়ার লিগে ঝামেলা হওয়া মোহামেডান ও মেরিনার্সের বিরুদ্ধে কোন শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে কি না, রোববার সিদ্ধান্ত নিবে ফেডারেশন।

সেপ্টেম্বরে হকি সিরিজ ওপেন নামে পাকিস্তানে একটি টুর্নামেন্টে খেলার কথা ছিলো বাংলাদেশের। তবে নিরাপত্তাজনিত কারনে দেশটিতে সফর করতে রাজি হয়নি ফেডারেশন। নানা জটিলতার কারনে টুর্নামেন্টের তারিখ পিছিয়ে হবে ডিসেম্বরে।

পাকিস্তান সফরের জন্য বাংলাদেশকে আন্তর্জাতিক হকি ফেডারেশন চাপ প্রয়োগ করছে। অংশ না নিলে আর্থিক জরিমানাসহ র‌্যাঙ্কিংয়ে অবনমনের শঙ্কাও থাকবে বলে জানিয়েছে আইএইচএফ। তবে প্রস্তুতির অভাব, জাতীয় নির্বাচন আর নিরাপত্তার কথা মাথায় রেখে পাকিস্তান সফরে যাচ্ছে না বাংলাদেশ হকি দল।

গেলো নির্বাহী কমিটির সভায় মোহামেডান ও মেরিনার্সের বিতর্কিত ম্যাচ নিয়ে ১৫ দিনের মধ্যে একটি প্রতিবেদন দিতে বলা হয়েছে ডিসিপ্লিনারি কমিটিতে। প্রতিবেদনের ওপর নির্ভর করবে এ দুই ক্লাবের ওপর কোন শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে কিনা। আজকে এ বিষয়ে সিদ্ধান্ত নিবে ফেডারেশন।

তাছাড়া ডিসেম্বরে বিজয় দিবস হকি দিয়ে আবারো প্রাণ ফিরবে মওলানা ভাসানী স্টেডিয়ামে। যেখানে তিন বাহিনীর সাথে খেলবে বাংলাদেশ পুলিশ ও বিকেএসপি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়