শিরোনাম
◈ জাতিসংঘে সদস্যপদ প্রস্তাবে মার্কিন ভেটোর নিন্দা ফিলিস্তিনের, লজ্জাজনক বলল তুরস্ক ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের

প্রকাশিত : ১৭ নভেম্বর, ২০১৮, ১১:৪৬ দুপুর
আপডেট : ১৭ নভেম্বর, ২০১৮, ১১:৪৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মিরপুরে নান্নু-আকরামদের সঙ্গে ক্রিকেটে মাতলো শিশুরা

নিজস্ব প্রতিবেদক : বিশ্ব শিশু দিবস উপলক্ষে শনিবার মিরপুরে হয়ে গেল ১০ ওভারের প্রীতি ক্রিকেট ম্যাচ। ইউনিসেফ বাংলাদেশ-এর ব্যতিক্রমী এ আয়োজন দেশের তারকা ক্রিকেটারদের সঙ্গে শিশু-কিশোর-কিশোরীদের খেলার সুযোগ করে দেয়। শের-ই-বাংলা স্টেডিয়ামে ক্রিকেট উৎসবে মেতেছিল শিশু-কিশোররা।

বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার, সাবেক ক্রিকেটার হান্নান সরকার, জাতীয় দলের খেলোয়াড় তাসকিন আহমেদ, নারী ক্রিকেট দলের ক্রিকেটার সুরাইয়া আজমিন ছন্দার সঙ্গে দলবেঁধে খেলেন ইউনিসেফের সহযোগী বেসরকারি সংস্থা ব্র্যাক, অপরাজেয় বাংলা ও সুরভীর সুবিধাবঞ্চিত শিশু ও কিশোর-কিশোরীরা।

গ্যালারিতে হাজারও শিশুর কলতানে মুখর থাকে হোম অব ক্রিকেট। ম্যাচের ফলাফল ছাপিয়ে দিনটি হয়ে রয় শিশুদের আনন্দ-উৎসবের। আগামী ২০ নভেম্বর পালিত হবে বিশ্ব শিশু দিবস। এর আগেই গতকাল ইউনিসেফের সহায়তায় মিরপুরের হোম অব ক্রিকেটে হয়ে গেলো ক্রিকেট উৎসব।

ইউনিসেফ বাংলাদেশ-এর প্রতিনিধি এডুয়ার্ড বেগবেদার শিশুদের নিয়ে আয়োজন প্রসঙ্গে বলেন, ‘শিশুরা এই ধরনের পেশাদার ও সফল ক্রিকেটাদের সঙ্গে একই কাতারে সামিল হওয়ার পাশাপাশি খেলেও যে সাহস দেখিয়েছে তাতে আমরা মুগ্ধ। এই দেশকে সব শিশুর জন্য উপযোগী করে গড়ে তোলা, ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবেলা করা এবং দেশকে নেতৃত্ব দেয়ার ক্ষেত্রে তাদের মধ্যে থাকা সম্ভাবনারই চিত্র এটা।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়