শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ প্রাথমিকের তৃতীয় ধাপের পরীক্ষা শুরু, মানতে হবে কিছু নির্দেশনা ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ বিশ্ববাজারে সোনার সর্বোচ্চ দামের নতুন রেকর্ড ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ চেক প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল-শামিমার বিচার শুরু ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ প্রফেসর ইউনূসকে প্রদত্ত "ট্রি অব পিস" প্রধানমন্ত্রীকে প্রদত্ত একই ভাস্করের একই ভাস্কর্য: ইউনূস সেন্টার ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ কুড়িগ্রামে অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে দেশে ফিরলেন ভুটানের রাজা

প্রকাশিত : ১৭ নভেম্বর, ২০১৮, ১১:০৮ দুপুর
আপডেট : ১৭ নভেম্বর, ২০১৮, ১১:০৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মাশরাফির নির্বাচন নিয়ে চিন্তিত নয় রংপুর রাইডার্স

নিজস্ব প্রতিবেদক : একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হতে পারেন মাশরাফি বিন মর্তুজা। নির্বাচনের কারণে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজে মাশরাফির খেলা অনিশ্চিত বলেও জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। জাতীয় ওয়ানডে দলকে নেতৃত্ব দেয়ার পাশাপাশি বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) রংপুর রাইডার্সের নেতৃত্বও দেন মাশরাফি।

নির্বাচন কমিশনের পরিবর্তিত তফসিল অনুযায়ী আগামী ৩০ ডিসেম্বর জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। এরপর ৫ জানুয়ারি শুরু হওয়ার কথা বিপিএলের ষষ্ঠ আসর। মাশরাফিকে এবার দলে রেখে দিয়েছে রংপুর রাইডার্স। তবে প্রথম শিরোপা এনে দেয়া অধিনায়ককে এবারের মৌসুমে তারা পাবেন কিনা তা নিয়ে অনেকের মনেই সংশয় ছিল। তবে এ নিয়ে মোটেও চিন্তিত নয় ফ্র্যাঞ্চাইজিটি। বরং মাশরাফির ক্যারিয়ারের নতুন ইনিংস শুরুর জন্য শুভকামনা জানিয়েছে তারা।

রংপুর রাইডার্সের কর্ণধার সাফওয়ান সোবহান সংবাদমাধ্যমের সাথে আলাপকালে বলেন,‘ মাশরাফি নির্বাচনী কাজের মধ্যেও ক্রিকেটিয় স্পিরিট ধরে রাখবেন বলে বিশ্বাস করি। তিনি একজন পেশাদার ক্রিকেটার। সে ক্রিকেটার হিসেবেই এই পর্যায়ে এসেছে এবং আমি নিশ্চিত নির্বাচনী প্রচার বা অন্যান্য কাজের মধ্যেও সে তার টিম স্পিরিট, ফিটনেস এসব ধরে রাখবে। আমি মাশরাফির শুভাকাক্সক্ষী, গোটা বাংলাদেশই মাশরাফির শুভাকাক্সক্ষী। তাকে আগাম অভিনন্দন জানাচ্ছি, তার রাজনৈতিক জীবন নিয়ে আমরা একদমই উদ্বিগ্ন নই।’

তিনি আরো বলেন, ‘আমরা মাঠে ভালো খেলতে চাই। মাঠের খেলাটাই আসল। আর এবারের সব টিমই বেশ শক্তিশালী। আমাদের লক্ষ্য থাকবে ভালো পারফর্ম করে প্লে-অফে যাওয়া।’

নির্বাচন পরবর্তী আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ক্রিকেটাররা কোনো উদ্বেগ প্রকাশ করেননি বলে জানিয়ে সোবহান বলেন, ‘ক্রিকেটারদের কাছ থেকে আলাদা করে কোনো উদ্বেগের খবর আমরা পাইনি। আর নিরাপত্তার দায়িত্ব তো বিসিবি আর আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে।’

এদিকে ভবিষ্যতে রংপুরেই নিজেদের হোম ভেন্যু বানাতে চায় ফ্র্যাঞ্চাইজিটি। রংপুর স্টেডিয়াম উন্নত করার পরিকল্পনা জানিয়ে রংপুর রাইডার্স কর্ণধারের ভাষ্য, ‘সম্প্রতি রংপুরের মেয়রের সঙ্গে কথা হয়েছে। আমাদের পরিকল্পনা আছে রংপুরের স্টেডিয়ামটা উন্নত করার। বিসিবি যদি অনুমতি দেয়, তাহলে সেই স্টেডিয়ামকে আমরা উন্নত করে রংপুর রাইডার্সের হোম ভেন্যু হিসেবে ব্যবহার করতে চাই।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়