Skip to main content

সকল দলের অংশগ্রহণে উৎসবমূখর পরিবেশে নির্বাচনের সম্ভাবনা সৃষ্টি হয়েছে- রুহুল আমিন হাওলাদার

মোঃ ইউসুফ আলী বাচ্চু: জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার বলেছেন, সকল দলের অংশগ্রহণে দেশে একটি উৎসবমূখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠানের সম্ভাবনা সৃষ্টি হয়েছে। শনিবার জাতীয় পার্টি বনানী অফিসে এক অনির্ধারিত ব্রিফিংয়ে সাংবাদিকদের সাথে একথা বলেন। তিনি বলেন, ২০১৪ সালের চেয়ে বর্তমান নির্বাচনী পরিবেশ এখন অনেক ভালো। এটি গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রুপ দিতে সহায়ক হিসেবে কাজ করবে। জাতীয় পার্টি মহাজোটের অংশ হিসেবেই নিজস্ব প্রতিক লাঙল নিয়ে নির্বাচন করবে। জাতীয় পার্টি এখন আগের যেকোন সময়ের চেয়ে অনেক বেশি শক্তিশালী। তিনি বলেন, দেশের মানুষ হুসেইন মুহম্মদ এরশাদের ন’বছরের দেশ পরিচালনার কথা এখনো মনে রেখেছে। দেশের মানুষ হুসেইন মুহম্মদ এরশাদের নেতৃত্বাধীন সোনালী যুগে ফিরে যেতে চায়। এসময় পার্টির প্রেসিডিয়াম সদস্য জিয়া উদ্দিন আহমেদ বাবলু, সুনীল শুভরায়, এসএম ফয়সল চিশতী, মেজর (অব.) খালেদ আখতার, চেয়ারম্যানের উপদেষ্টা রেজাউল ইসলাম ভূইয়া উপস্থিত ছিলেন।

অন্যান্য সংবাদ