শিরোনাম
◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ১৭ নভেম্বর, ২০১৮, ০৮:১৭ সকাল
আপডেট : ১৭ নভেম্বর, ২০১৮, ০৮:১৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঐক্যফ্রন্টের হয়ে নির্বাচন করবেন রেজা কিবরিয়া

অনলাইন ডেস্ত : হবিগঞ্জ-১ আসন থেকে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করবেন সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়ার ছেলে ড. রেজা কিবরিয়া। তিনি যোগ দেন গণফোরামে। এরপর মনোনয়নপত্র সংগ্রহ করেন। ঐক্যফ্রন্টের সিদ্ধান্ত অন্রয়ায়ী তাকে ধানের শীষ প্রতীক নিয়েই নির্বাচন করতে হবে। এর আগে শাহ এ এম এস কিবরিয়া ২০০১ সালে হবিগঞ্জ-৩ (হবিগঞ্জসদর-লাখাই) আসনের সাংসদ ছিলেন।

আওয়ামী লীগের রাজনীতি ছেড়ে তিনি ঐক্যফ্রন্টের প্রার্থী কেন হলেন ? এমন প্রশ্নের উত্তরে রেজা কিবরিয়া আজ শনিবার গণমাধ্যমকে বলেন, আওয়ামী লীগ বিগত ১০ বছর ধরে যে ভাবে দেশ পরিচালনা করছে তাঁর সঙ্গে তিনি এক মত নন। তাঁর আদর্শের সঙ্গে মিল নেই। তিনি বলেন, ‘আমার বাবা শাহ এ এম এস কিবরিয়া ও আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা যে আদর্শ লালন করতেন, আওয়ামী লীগ এখন সেই জায়গায় নেই’।

এর আগে হবিগঞ্জ-৪ আসনে আওয়ামী লীগের মনোনয়ন কিনে চমক সৃষ্টি করেছিলেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. ফরাস উদ্দিন। ড. রেজা মনোনয়ন ফরম সংগ্রহ করার পর থেকেই হবিগঞ্জের রাজনীতিতে নতুন মেরুকরণ সৃষ্টি হয়েছে। সর্বত্র এ নিয়ে আলোচনা-সমালোচনা চলছে।

প্রসঙ্গত, ১৯৯৬ সালের আওয়ামী লীগ সরকারের সময় অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করেন ড. রেজা কিবরিয়ার বাবার শাহ এএমএস কিবরিয়া। এরপর ২০০১ সালের নির্বাচনে হবিগঞ্জ-৩ থেকে তিনি প্রথমবাবার নির্বাচিত হন। ২০০৫ সালের ২৭ জানুয়ারি হবিগঞ্জ সদর উপজেলার বৈদ্যের বাজারে এক জনসভায় গ্রেনেড হামলায় কিবরিয়াসহ ৫ নেতাকর্মী নিহত হন। এ ঘটনায় থাকা দু’টি মামলার বিচার কাজ শেষ হয়নি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়