শিরোনাম
◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত

প্রকাশিত : ১৭ নভেম্বর, ২০১৮, ০৬:১৯ সকাল
আপডেট : ১৭ নভেম্বর, ২০১৮, ০৬:১৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আমেরিকার স্বেচ্ছাচারী আচরণ প্রতিহত করা উচিত: জাতিসংঘকে ইরান

রাশিদ রিয়াজ : ইরান বলেছে, বিশ্ব সমাজের উচিত আমেরিকার স্বেচ্ছাচারী ও আইন ভঙ্গকারী আচরণের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা। জাতিসংঘে নিযুক্ত ইরানের স্থায়ী প্রতিনিধি গোলামআলী খোশরু শুক্রবার জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করতে গিয়ে এ আহ্বান জানান।

ইরানের পরমাণু সমঝোতা থেকে আমেরিকার একতরফাভাবে বেরিয়ে যাওয়া এবং এ সমঝোতায় অটল থাকা দেশগুলোকে ওয়াশিংটনের পক্ষ থেকে দেয়া হুমকির কথা স্মরণ করেন খোশরু। তিনি বলেন, জাতিসংঘের ইতিহাসে এ ধরনের ঘটনা নজিরবিহীন যে, নিরাপত্তা পরিষদের একটি স্থায়ী সদস্য দেশ এই পরিষদেরই প্রস্তাব মেনে চলার জন্য অন্য সদস্য দেশগুলোকে শাস্তি দেয়।

বিদায়ী সাক্ষাতে গুতেরেসকে ইরানি শিল্পীদের হাতে বোনা একটি কার্পেট ওয়ালম্যাট উপহার দেন খোশরু
জাতিসংঘে নিযুক্ত ইরানের বিদায়ী রাষ্ট্রদূত এই সাক্ষাতে আইন লঙ্ঘন করে তার দেশের বিরুদ্ধে আমেরিকার নিষেধাজ্ঞা আরোপের ব্যাপারে জাতিসংঘকে সুস্পষ্ট অবস্থান গ্রহণের আহ্বান জানান।

সাক্ষাতে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস এই বিশ্ব সংস্থায় নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের জন্য ইরানি রাষ্ট্রদূতের প্রশংসা করেন। জাতিসংঘের সঙ্গে ইরানের সম্পর্ক ও সহযোগিতা উত্তরোত্তর বৃদ্ধি পাবে বলেও আশা প্রকাশ করেন গুতেরেস।

সরকারি চাকরি থেকে অবসর গ্রহণ সংক্রান্ত ইরানের আইনে সংশোধনী আনায় গোলামআলী খোশরুর চাকরির মেয়াদ আজ (১৭ নভেম্বর) শেষ হচ্ছে। শিগগিরই তার পরিবর্তে নতুন কোনো কূটনীতিককে জাতিসংঘের স্থায়ী প্রতিনিধি হিসেবে নিয়োগ দেয়া হবে বলে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে। পার্সটুডে

  • সর্বশেষ
  • জনপ্রিয়