Skip to main content

পিরোজপুরের দুটি আসনে সাঈদীর দুই ছেলে নির্বাচন করবেন

খন্দকার আলমগীর হোসাইন : জামায়াতের নেতা আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর দুই ছেলে সংসদ নির্বাচনে প্রার্থী হচ্ছেন। তাদের মধ্যে পিরোজপুর-১ আসনে বড় ছেলে শামীম সাঈদী এবং পিরোজপুর-২ আসনে ছোট ছেলে মাসুদ সাঈদী প্রস্তুতি নিচ্ছেন। আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী পিরোজপুর-১ আসন থেকে একাধিকবার সংসদ সদস্য নির্বাচিত হন। আল্লামা সাঈদী কারাগারে যাওয়ার পর পিরোজপুরের জিয়ানগর উপজেলা নির্বাচনে চেয়ারম্যান হিসেবে জেতেন তার ছোট ছেলে মাসুদ সাঈদী। তাকে এবার পিরোজপুর-২ আসনে প্রার্থী করার কথা ভাবছে জামায়াত। বড় ছেলে শামীম সাঈদীর সাথে আলাপকালে নির্বাচনের বিষয়ে নিশ্চিত করেন। মাসুদ সাঈদী জানান, ‘পিরোজপুর-১ আসনে আমার বড় ভাই শামীম সাঈদী নির্বাচন করবেন এটা দল ও জোটগতভাবে মোটামুটি চুড়ান্ত হয়েছে। পিরোজপুর-২ আসন থেকে নির্বাচন করতে আমাকেও দলের পক্ষ থেকে প্রস্তাব করা হয়েছে। আমি এখনো এ বিষয়ে সিদ্ধান্ত নিইনি। পরিবেশ-পরিস্থিতি অনুকুলে থাকলে প্রার্থী হব।’

অন্যান্য সংবাদ