শিরোনাম
◈ সিলেটে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ২ ◈ থাইল্যান্ডের রাজা-রাণীর সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ ◈ রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়, হাইকোর্টের রায় ◈ শিক্ষক নিয়োগ: ১৪ লাখ টাকায় চুক্তি, ঢাবি শিক্ষার্থীসহ গ্রেপ্তার ৫ ◈ বিদ্যুৎ-গ্যাস কর্তৃপক্ষের ছাড়পত্র ছাড়া ঋণ মিলবে না ◈ রোববার খুলছে শিক্ষাপ্রতিষ্ঠান  ◈ নতুন করে আরও ৭২ ঘণ্টার তাপ প্রবাহের সতর্কতা জারি ◈ উপজেলা নির্বাচন সুষ্ঠু করতে ব্যর্থ হলে গণতান্ত্রিক ধারাবাহিকতা ক্ষুণ্ন হতে পারে: সিইসি ◈ ভারতের রপ্তানি করা খাদ্যদ্রব্যে ক্যান্সার সৃষ্টিকারী রাসায়নিক পেয়েছে ইইউ ◈ ৯৫ বিলিয়ন ডলারের সহায়তা বিলে জো বাইডেনের স্বাক্ষর

প্রকাশিত : ১৭ নভেম্বর, ২০১৮, ০৪:২৫ সকাল
আপডেট : ১৭ নভেম্বর, ২০১৮, ০৪:২৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জাতীয় পার্টিতে নারীরা এবার মনোনয়ন বেশি পাবে: সালমা ইসলাম

মো: মারুফুল আলম: জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সালমা ইসলাম বলেছেন, আগের তুলনায় এবার নারীরা বেশি মনোনয়ন পাবে। শনিবার বিবিসিকে দেয়া সাক্ষাতকারে তিনি এ কথা বলেন। প্রসঙ্গত, বাংলাদেশের রাজনৈতিক দলগুলোতে এখনও নারীরা অনেক পিছিয়ে। বাংলাদেশে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী চূড়ান্ত করতে আজ শনিবার থেকে মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাতকার গ্রহণ করতে যাচ্ছে জাতীয় পার্টি।
জাতীয় পার্টি থেকে মনোয়ন পেতে নারীদের অংশগ্রহণ বিষয়ে সালমা বলেন, মেয়েরা অনেকেই মনোনয়ন পেতে চায়, কিন্তু চাইলেই যে পার্টি মনোনয়ন দেবে তা কিন্তু নয়। আমরা মহাজোটের শরিক দল। পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ আওয়ামী লীগের সাথে কথা বলে সেটা ঠিক করবেন। প্রধানমন্ত্রী যেহেতু নারী, নারীদেরকে নিয়ে তিনি যেভাবে এগিয়ে গেছেন, আশা করবো- আমাদের দলেও নারীরা মনোনয়ন পাবার ক্ষেত্রে সমস্যা হবে না।

নারীদের বিষয়টি আলাদাভাবে বিবেচনায় রাখা হচ্ছে কি না জানতে চাইলে সালমা বলেন, কিছুটা রাখা হচ্ছে। অর্ধেক না হলেও আগের তুলনায় নারীরা বেশিই হবে। নারীরা গতবারের চেয়ে তুলনামূলকভাবে এবার বেশি ফরম নিয়েছেন। যতটুকু জানতে পেরেছি অনেক জায়গায় পুরুষদের দেওয়া হবে না। সালমা বলেন, প্রেসিডিয়াম সদস্যদের মধ্যেও দ্ইু তিন জন নারী আছেন। তারা বলেছেন, তারা মনোনয়নপত্র সংগ্রহ করেছেন এবং তারাও মনোনয়ন পাবেন। তবে নিশ্চিত করে বলতে পারছি না কতজন পাচ্ছেন।

যারা মনোনয়ন পত্র সংগ্রহ করেছে তাদের মধ্যে সরাসরি রাজনীতির সঙ্গে কে কে জড়িত জানতে চাইলে সালমা বলেন, আমি (সালমা), ব্যারিস্টার রাবেয়া ও মহাসচিবের মিসেস এবং একজন সংরক্ষিত আসনেও আছেন, যারা সবাই মনোনয়ন পেতে পারেন। কতদিনের মধ্যে সংসদে নারী-পুরুষের সমান প্রতিনিধিত্ব প্রতিষ্ঠিত হবে জানতে চাইলে আসমা বলেন, আমরা সবসময় বলি এবং আশা করি যে, অর্ধেক নারী ও অর্ধেক পুরুষের প্রতিনিধিত্ব হোক। এখন পর্যন্ত আশা পূরণ না হলেও মন বলছে ভবিষ্যতে সে আশা পূরণ হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়