শিরোনাম
◈ তীব্র গরমে শিক্ষাপ্রতিষ্ঠান আরও ৭ দিন বন্ধ ঘোষণা ◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত ◈ সরকার চোরাবালির ওপর দাঁড়িয়ে, পতন অনিবার্য: রিজভী  ◈ সরকারের বিরুদ্ধে অবিরাম নালিশের রাজনীতি করছে বিএনপি: ওবায়দুল কাদের ◈ বুশরা বিবিকে ‘টয়লেট ক্লিনার’ মেশানো খাবার খাওয়ানোর অভিযোগ ইমরানের ◈ গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি 

প্রকাশিত : ১৭ নভেম্বর, ২০১৮, ০৪:২৪ সকাল
আপডেট : ১৭ নভেম্বর, ২০১৮, ০৪:২৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ব্রাহ্মণবাড়িয়ায় অবহেলিত এক বৃদ্ধের পাশে দাঁড়ালেন ওসি সেলিম উদ্দিন

তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ায়  অসহায় এক বৃদ্ধের পাঁশে দাঁড়ালেন সদর মডেল থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ সেলিম উদ্দিন। মো: আলী মিয়া নামক এই বৃদ্ধের  বয়স এখন  একশ'ত তের বছরের  মত। সে সদর উপজেলার শালগাওঁ গ্রামের বাসিন্দা। তার পরিবারে এখন ছেলের বউ আর নাতী-নাতনীন ছাড়া নিজের কাছের আপনজন বলতে তেমন কেউ বেচেঁ নেয়।

আলী মিয়ার দুই ছেলেও গত কয়েকবছর আগে মারা যায়। দীর্ঘ এপরিসরে বয়সের বাড়ে অনেকটা অযন্ত্র আর অবহেলার জীবনের কঠিন প্রহর গুণছেন তিনি এখন। এ বিষয়ে সদর থানার (ওসি) মুহাম্মদ  সেলিম উদ্দিনের কাছে জানতে চাইলে তিনি বলেন, আলী মিয়া নামক এ বৃদ্ধ লোকটি শুক্রবার বিকালে আমার কাছে এসেছিল। প্রথমে তাকে আমি হাসপাতালে পাঠিয়ে প্রাথমিক চিকিৎসার ব্যাবস্থা করি। পরে ছেলে বউ ও নাতী-নাতনীনদের ডেকে এনে বলি তাদের পাশাপাশি তাঁর যতটুকু ভরণ-পোষণ দরকার এখন থেকে আমি তা করব। এটার দায়িত্ব আমি নিলাম।

ওসি আরো বলেন, আমাদের মত যারা আছেন তারা যদি নিজের অবস্থান থেকে সমাজের এসব বয়স্ক বৃদ্ধ মানুষগুলোর পাশে দাঁড়ায় আর যার যার সার্মথ্য অনুযায়ী দায়িত্ব পালন করি তাহলে আলী মিয়ার অনেকেই হয়ত জীবনের শেষ বেলায় একটু ভাল থাকবে পারবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়