শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ সাভারে শো-রুমের স্টোররুমে বিস্ফোরণ, দগ্ধ ২ ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ চলচ্চিত্র ও টিভি খাতে ভারতের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় হবে: তথ্য প্রতিমন্ত্রী ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের

প্রকাশিত : ১৭ নভেম্বর, ২০১৮, ০৩:৫৩ রাত
আপডেট : ১৭ নভেম্বর, ২০১৮, ০৩:৫৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘রোহিঙ্গা ক্যাম্পে সরকারের পূর্ণ নিয়ন্ত্রণ নিশ্চিত করতে হবে’

লিয়ন মীর : রোহিঙ্গা ক্যাম্পে সরকারের পূর্ণ নিয়ন্ত্রণ নিশ্চিত করতে হবে বলে মনে করেন নিরাপত্তা বিশ্লেষক মোহাম্মদ আলি শিকদার। এ প্রতিবেদকের সাঙ্গে আলাপকালে তিনি বলেন, ১১ লক্ষ রোহিঙ্গা যে ক্যাম্পগুলোতে আছে সেখানে খুব দ্রুত সরকারের পূর্ণ নিয়ন্ত্রণ নিশ্চিত করতে হবে। কেনো না আমাদের হাতে তথ্য আছে, বহু আন্তর্জাতিক সংস্থা এবং এনজিও রোহিঙ্গা ক্যাম্পগুলোতে শুরু থেকেই অপতৎপরতা চালিয়ে আসছে এবং এখনো তা অব্যাহত আছে। সেইসাথে বাংলাদেশের উগ্রবাদী কিছু ধর্মীয় গোষ্ঠীও রোহিঙ্গা ক্যাম্পে বহু ধরনের অপতৎপরতা চালিয়ে যাচ্ছে।

তিনি বলেন, রোহিঙ্গা ইস্যুটাকে জিয়িয়ে রেখে আন্তর্জাতিক সম্প্রদায়ের অঞ্চলভিত্তিক যে একটা হিন ভূরাজনৈতিক উদ্দেশ্য আছে সেটি বাস্তবায়ন করতে চায়। সেইসাথে বাংলাদেশের মৌলবাদী গোষ্ঠীর অভ্যন্তরীণ রাজনীতিতে যে লক্ষ্য আছে সেই লক্ষ্য বাস্তবায়ন করতে রোহিঙ্গা ক্যাম্পে অপপ্রচার চালাচ্ছে। তাদের এই অপপ্রচারের প্রক্রিয়ায় রোহিঙ্গারা যাতে করে ফেরত না যায় সেজন্য বহুধরনের চেষ্টা করা হচ্ছে। প্রচুর পরিমাণে টাকা-পয়সা বিলানো হচ্ছে, ধর্মীয় কুসংস্কার ছড়ানো হচ্ছে, এমনকি অস্ত্র দেওয়া হচ্ছে। সেইসাথে নানাভাবে উত্তেজিত করা হচ্ছে যাতে করে তারা ফেরত যেতে অনাগ্রহ প্রকাশ করে।

তিনি আরো বলেন, খুব দ্রুত একটা স্পেশাল টাস্ক ফোর্স গঠন করা হোক। সেই টাস্ক ফোর্সের মাধ্যমে রোহিঙ্গা ক্যাম্প পূর্ণ নিয়ন্ত্রণ করা হোক যাতে করে রোহিঙ্গা ক্যাম্পে কেউ কোনো প্রকার অপপ্রচার চালাতে না পারে। একইসাথে রোহিঙ্গা ক্যাম্পে তাদের প্রবেশ বন্ধ করা হোক। এই অপতৎপরতা বন্ধ করার সাথে সাথে আন্তর্জাতিক সম্প্রদায়কে সঙ্গে নিয়ে মিয়ানমারের সাথে আলোচনা চালিয়ে যেতে হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়