শিরোনাম
◈ জিয়াউর রহমানের সময়ই দেশে বিভেদের রাজনীতির গোড়াপত্তন হয়: ওবায়দুল কাদের  ◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন

প্রকাশিত : ১৭ নভেম্বর, ২০১৮, ০৩:৪১ রাত
আপডেট : ১৭ নভেম্বর, ২০১৮, ০৩:৪১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘নির্বাচনকালীন অর্থনীতির ভারসাম্য বজায় রাখতে বাংলাদেশ ব্যাংক ডলার কম ছাড়ছে ’

তানজিনা তানিন : আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে অর্থনীতিতে যেন কোনো সমস্যার সৃষ্টি না হয় এবং আমদানি-রপ্তানি বাজারের ভারসাম্য যেন বজায় থাকে সেজন্য বাংলাদেশ ব্যাংক ডলার হাতে রেখে বাজারে ছাড়ছে বলে মনে করেন বাংলাদেশ ইনস্টিটিউট অব ডেভেলপমেন্ট স্টাডিজের সিনিয়র রিসার্চ ফেলো ড. নাজনীন আহমেদ। এ প্রতিবেদকের সঙ্গে আলাপকালে তিনি আরও বলেন, ডলারের যে টানাপোড়েন চলছে তা সাময়িক। নির্বাচনের পর সব স্বাভাবিক হয়ে যাবে বলে তার ধারণা।

ড. নাজনীন আহমেদ বলেন, বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের মূল উৎস হলো রেমিটেন্স। রেমিটেন্সের হার না কমলেও বাড়েনি। ফলে আমদানি ও রপ্তানি ব্যয়ের ভারসাম্য ঠিক রাখতে রিজার্ভ থেকে খরচ করতে হচ্ছে। কিন্তু তা যদি হাত খুলে করা হয় তবে রিজার্ভে ঘাটতি পড়বে। তাছাড়া রিজার্ভে কয়েক মাসের আমদানি ব্যয় হাতে রাখতে হয়। তাই বাংলাদেশ ব্যাংক ডলারে একটা সাময়িক নিয়ন্ত্রণ এনেছে বলে তিনি মনে করেন।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, নির্বাচনে অর্থনৈতিক সংকট তৈরির আশঙ্কায় ব্যবসায়ীরা এলসি খুলে রাখছেন। অনেক বেশি কাঁচামাল আমদানি করে তা মজুদ করেছেন। ফলে আমদানি-রপ্তানি ব্যয় নিয়ন্ত্রণে নেই। তাই বাংলাদেশ ব্যাংকের ডলারে নিয়ন্ত্রণ আনা প্রয়োজন ছিলো বলে মনে করেন ড. নাজনীন আহমেদ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়