শিরোনাম
◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত

প্রকাশিত : ১৭ নভেম্বর, ২০১৮, ০৭:২৮ সকাল
আপডেট : ১৭ নভেম্বর, ২০১৮, ০৭:২৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সৌদি আরব থেকে ফেরত আসলো ২৪ গৃহকর্মী

ডেস্ক রিপোর্ট : সৌদি আরব থেকে ফেরত আসলেন ২৪ নারী কর্মী। শুক্রবার (১৬ নভেম্বর) রাতে সৌদি এয়ারলাইন্সের এসভি ৮০৪ ফ্লাইটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান তারা। তাদের সবাই গৃহকর্মী হিসেবে সেদেশে গিয়েছিলেন বলে কথা বলে জানা গেছে। এদের মধ্যে দুইজন নারী মানসিক ভারসাম্যহীন বলেও জানা গেছে।

সৌদি থেকে ফিরে আসা নারীদের সঙ্গে কথা বলে জানা যায়, মালিকের ঠিকমত বেতন না দেওয়া, শারীরিক নির্যাতন, দেশে কথা বলতে না দেওয়াসহ নানা কারণে তারা ফেরত এসেছেন। দেশে ফেরত আসার আগে তারা রিয়াদের ডিপোর্ট সেন্টারে অপেক্ষমান ছিলেন।

ফিরে আসা কর্মী মাদারীপুরের লায়লা আক্তার জানান, সৌদি এয়ারলাইন্সের এই ফ্লাইটে ২৪ জন নারী শ্রমিক ফেরত এসেছেন। তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সৌদি আরবে যে পরিমাণ অত্যাচার করা হয় তাতে সে দেশে লোক পাঠানো বন্ধ করে দেওয়া উচিত।’ এসময় তিনি তার হাতে নির্যাতনের চিহ্ন বের করে দেখান।

ফিরে আসা নারী শ্রমিকদের মধ্যে রয়েছেন বগুড়ার জামিলনগর এলাকার আলেয়া বেগম। তার বাবার নাম আনোয়ার হোসেন। তিনি মানসিক ভারসাম্যহীন অবস্থায় দেশে ফিরেছেন। কোনও কথা বলতে পারছেন না। নিজের ঠিকানা জিজ্ঞেস করলে শুধু বলছেন বগুড়া। তার সঙ্গে কোনও পাসপোর্ট কিংবা কাগজপত্র পাওয়া যায়নি। তার সঙ্গে আসা এক নারী কর্মী জানান তাকে মক্তবে বেঁধে রেখে বৈদ্যুতিক শক দেওয়া হয়েছে। তাই তার অবস্থা এরকম।

সূত্র : বাংলা ট্রিবিউন

  • সর্বশেষ
  • জনপ্রিয়