শিরোনাম
◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস, হিট স্ট্রোকে একজনের মৃত্যু ◈ আইনজীবীদের গাউন পরতে হবে না: সুপ্রিমকোর্ট ◈ তীব্র গরমে স্কুল-কলেজ ও মাদরাসা আরও ৭ দিন বন্ধ ঘোষণা ◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত ◈ সরকার চোরাবালির ওপর দাঁড়িয়ে, পতন অনিবার্য: রিজভী  ◈ সরকারের বিরুদ্ধে অবিরাম নালিশের রাজনীতি করছে বিএনপি: ওবায়দুল কাদের ◈ বুশরা বিবিকে ‘টয়লেট ক্লিনার’ মেশানো খাবার খাওয়ানোর অভিযোগ ইমরানের ◈ গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী

প্রকাশিত : ১৭ নভেম্বর, ২০১৮, ০৪:৩১ সকাল
আপডেট : ১৭ নভেম্বর, ২০১৮, ০৪:৩১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লেভেল প্লেয়িং ফিল্ড মানে কি নির্বাচনে ধর্মের নামে প্রচার! : শাহরিয়ার কবির

ফাহিম আহমাদ বিজয় : ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির বলেন, লেভেল প্লেয়িং ফিল্ড মানে কি আপনি নির্বাচনে ধর্মের নামে প্রচার করবেন? আওয়ামী লীগে ভোট দিলে বাংলাদেশ ভারতের অংশ হয়ে যাবে এবং মসজিদে আযানের পরিবর্তে উলু ধ্বনি শোনা যাবে-এগুলো বলে বেড়াবেন?  এটি বলে আপনি কি করছেন? হিন্দুদের উপর হামলার একটি ক্ষেত্র তৈরি করছেন। ধর্মীয়ভাবে মানুষকে উসকানি দিচ্ছেন। এর ফলে সহিংসতা বৃদ্ধি পাচ্ছে। নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ডের ব্যপারে এ প্রতিবেদকের সঙ্গে আলাপকালে তিনি এমন মন্তব্য করেন।

তিনি বলেন, ২০০১ সালে ৩ লাখ হিন্দু দেশ ছেড়ে চলে যেতে বাধ্য হয়েছে। এর পুনারাবৃত্তি আমরা দেখতে চাই না। আমরা মনে করি লেভেল প্লেয়িং ফিল্ড হলো, সকলের জন্য সমান অধিকার নিশ্চিত করা। বিএনপি-জামায়াতের জন্য মাঠ সমান হবে, আর হিন্দুরা পড়ে পড়ে মার খাবে! এটি মানেই কি লেভেল প্লেয়িং ফিল্ড? এই জায়গাটাকে সমান করতে হবে।

এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, বিএনপি নির্বাচনে আসুক, এটিকে আমরা স্বাগত জানাই। কিন্তু জামায়াতকে কোনো ভাবেই তারা নমিনেশন দিতে পারবে না। জামায়াতের কোনো মানুষ ধানের শীষ প্রতীক নিয়ে দাঁড়াবে, যুদ্ধাপরাধীরা এবং তাদের সন্তানরা ধানের শীষ প্রতীকে নির্বাচন করবে, এটি কোনোভাবেই কাম্য হতে পারে না।

তিনি আরো বলেন, আদালত এটিকে না বলুক। দল হিসেবে জামায়াতে ইসলামী যুদ্ধাপরাধী, গণহত্যাকারী একটি দল। এটি তো বিএনপির অজানা থাকার কথা নয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়