শিরোনাম
◈ সাতক্ষীরায় এমপি দোলনের গাড়িতে হামলা ◈ চুয়াডাঙ্গার পরিস্থিতি এখন মরুভূমির মতো, তাপমাত্রা ৪১ দশমিক  ৫ ডিগ্রি ◈ ফরিদপুরে পঞ্চপল্লীতে গণপিটুনিতে ২ ভাই নিহতের ঘটনায় গ্রেপ্তার ১ ◈ মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী ◈ ভারতে লোকসভা নির্বাচনের প্রথম দফায় ভোট পড়েছে ৫৯.৭ শতাংশ  ◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী

প্রকাশিত : ১৭ নভেম্বর, ২০১৮, ০৪:৪১ সকাল
আপডেট : ১৭ নভেম্বর, ২০১৮, ০৪:৪১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অপূর্ব-রাইমাকে নিয়ে ধ্রুব আনলেন ‘তোমার উঁকিঝুঁকি’

আবু সুফিয়ান রতন : এসময়ের অন্যতম জনপ্রিয় কণ্ঠশিল্পী ধ্রুব গুহ। ‘যে পাখি ঘর বুঝে না’খ্যাত এ শিল্পীর একাধিক গান রয়েছে কোটি ভিউ’র।

শ্রোতাপ্রিয়তার ধারাবাহিকতায় শুক্রবার (১৬ নভেম্বর) বিকেল ৫টায় ডিএমএস’র ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে ধ্রুব গুহের নতুন গান ‘তোমার উঁকিঝুঁকি’।

‘আমার একলা প্রতি রাতে/উদাসী ভাবনাতে/আজো তোমার উঁকিঝুঁকি’- এমন কথার গানটি লিখেছেন তারিক তুহিন। সুর করেছেন আহমেদ হুমায়ূন। সঙ্গীতায়োজন করেছেন তরিক। ভিডিওটি নির্মাণ করেছেন অরিত্র কর্মকার।

ধ্রুব গুহের প্রতিটা গানেই গল্পনির্ভর বিগ বাজেটের ভিডিও নির্মিত হয়। এগুলোর সঙ্গে এবার যোগ হচ্ছে বিশেষ চমক।

কী সেই চমক? ধ্রুব’র আগের গানগুলোতে দেশি তারকারা মডেল হলেও এবার হাজির হয়েছেন ওপার বাংলার জনপ্রিয় নায়িকা রাইমা সেন। তার সঙ্গে রয়েছেন ছোট পর্দার দর্শকপ্রিয় অভিনেতা অপূর্ব।

গানটি নিয়ে বেশ আশাবাদ ব্যক্ত করেছেন ধ্রুব গুহ’সহ সংশ্লিষ্ট সবাই। সামাজিক যোগাযোগ মাধ্যমে চোখ ফেললেই সেটি বোঝা গেছে।

ধ্রুব গুহ বলেন, ‘বাংলা গানের প্রসার আরও বাড়ানোর লক্ষ্য নিয়ে আমরা কাজ করছি। সেই ভাবনা থেকে মনে হলো, রাইমা সেনকে ভিডিওটিতে নেওয়া গেলে তার ফ্যান-ফলোয়ারদের কাছেও গানটি পৌঁছাবে।’

তিনি আরও বলেন, ‘সুচিত্রা সেনের অভিনয়ের ভক্ত আমি। তার নাতনি রাইমা। সে বিষয়টিও মাথায় ছিল। রাইমা তার সর্বোচ্চটা দিয়ে কাজটি করেছেন। অপূর্বর সঙ্গে জুটি হিসেবে মানিয়েছেও বেশ। আশা করি কাজটি সবার উপভোগ্য হবে।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়