শিরোনাম
◈ চট্টগ্রামে জুতার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী

প্রকাশিত : ১৭ নভেম্বর, ২০১৮, ০৩:৩০ রাত
আপডেট : ১৭ নভেম্বর, ২০১৮, ০৩:৩০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মার্কিন দাবির চীনা জবাব বাণিজ্যযুদ্ধ নিরসনে সহায়ক হবেনা

নূর মাজিদ : আগামী ডিসেম্বরে বাণিজ্যযুদ্ধের উত্তেজনা প্রশমে চীন-যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট পর্যায়ের সংলাপে নেতিবাচক প্রভাব ফেলতে পারে চীনের জবাব। মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে চীনের বাণিজ্যনীতি সংশোধনে দেয়া প্রস্তাবের প্রেক্ষাপটে দেশটি পাল্টা প্রতিক্রিয়ায় এমন জবাব জানিয়েছে। বিশেষত যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত সংশোধনী তাদের বাণিজ্য কাঠামোর আমূল পরিবর্তন করবে বলে নাকচ করে দিয়েছে চীন। ইতোপূর্বে চলতি সপ্তাহের শুরুতেই মার্কিন কর্মকর্তাদের কাছে নিজেদের বাণিজ্যিক অবস্থান তুলে ধরে একটি দলিল হস্তান্তর করেন তারা। গত বুধবার এই সংক্রান্ত একটি প্রতিবেদনে প্রকাশ করে বার্তা সংস্থা রয়টার্স। এই দলিলের ওপর ভিত্তি করেই ডিসেম্বরে চীন-যুক্তরাষ্ট্র বাণিজ্য সংলাপ শুরু হবে। মার্কিন কর্মকর্তারা জানান, প্রায় একমাস ধরে দ্বিপাক্ষিক বাণিজ্য সংশোধনী ইস্যুতে চীনের আনুষ্ঠানিক অবস্থান জমা দেয়ার জন্য তদ্বির করার পর চীন তাদের জবাব সম্বলিত দলিল জমা দিয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক শীর্ষ মার্কিন বাণিজ্য কর্মকর্তার বরাত দিয়ে গত বৃহ¯পতিবার রয়টার্স জানায়, ওই নথিতে দেয়া চীনা প্রতিক্রিয়া মার্কিন প্রেসিডেন্টকে সন্তুষ্ট করবেনা। ফলে ডিসেম্বরের আলোচনায় বাণিজ্যযুদ্ধের উত্তেজনা নিরসনে যথেষ্ট সম্ভাবনা সৃষ্টির সুযোগ খুবই কম। প্রায় ১৪২ টি বিষয়কে তিন অধ্যায়ে বিভক্ত করে ওই প্রতিবেদনের অন্তর্ভুক্ত করেছে চীন। এই তিনটি ভাগের প্রথম অধ্যায়ে যেসকল ইস্যুতে চীন আরও আলোচনা করতে আগ্রহী তাদের অন্তর্ভুক্ত করা হয়। দ্বিতীয় অধ্যায়ে রয়েছে যেসকল বাণিজ্য সংশোধনী ইস্যুতে চীন ইতোমধ্যেই কাজ করছে সেই সকল বিষয় এবং তৃতীয়ভাগে কোনভাবেই ছাড় দেয়া সম্ভব নয় এমন সকল বিষয়কে অন্তর্ভুক্ত করা হয়েছে। যুক্তরাষ্ট্রের বাণিজ্য মন্ত্রণালয়ের ঘনিষ্ঠ সূত্রের বরাতে বলা হয়, তৃতীয় অধ্যায়ে ঘোষিত বিষয়গুলো নিয়েই যুক্তরাষ্ট্রের তীব্র আপত্তি রয়েছে। রয়টার্স

  • সর্বশেষ
  • জনপ্রিয়