শিরোনাম
◈ পঞ্চগড় এক্স‌প্রেস ট্রেনের ব‌গি চার ঘণ্টা পর উদ্ধার, ট্রেন চলাচল স্বাভা‌বিক ◈ বাড়ি থেকে ডেকে নিয়ে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা ◈ সীমান্তে হত্যাকাণ্ড নিয়ে সরকার টু শব্দ করার সাহস পাচ্ছে না: বিএনপি ◈ এমভি আবদুল্লাহ জাহাজে অভিযানের প্রস্তুতি নিচ্ছে সোমালিয় পুলিশ ও বহুজাতিক নৌবাহিনী ◈ জীবনের নিরাপত্তা চেয়ে ডিবিতে অভিযোগ করলেন জবি ছাত্রী ◈ ঈদের পর কাওরান বাজার যাবে গাবতলীতে: মেয়র আতিক ◈ আবদুল্লাহ জাহাজে থাকা কয়লায় দুর্ঘটনার ঝুঁকি নেই: এস আর শিপিং ◈ পাপেট সরকার ক্ষমতায় না আসা পর্যন্ত সব নির্বাচন ত্রুটিপূর্ণ বলবে যুক্তরাষ্ট্র: জয়  ◈ চট্টগ্রামের সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক হতে তিন দিন লাগতে পারে: রেল সচিব ◈ তামিম ও রিশাদ ঝড়ে শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজ জিতলো বাংলাদেশ

প্রকাশিত : ১৭ নভেম্বর, ২০১৮, ০২:১৭ রাত
আপডেট : ১৭ নভেম্বর, ২০১৮, ০২:১৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইউরোপের সার্বভৌম ক্ষমতাকে চ্যালেঞ্জ করছে আমেরিকা: ইরান

রাশিদ রিয়াজ : ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচি বলেছেন, আমেরিকা ডলারের মাধ্যমে কার্যত ইউরোপের সরকারগুলোর সার্বভৌম ক্ষমতাকে চ্যালেঞ্জের মুখে ঠেলে দিয়েছে। গতকাল (বৃহস্পতিবার) ইতালি সফররত আরাকচি রোমে দেশটির পররাষ্ট্রসচিব এলিজাবেথা বেলোনি'র সঙ্গে বৈঠকে এ কথা বলেন।

তিনি আরও বলেন, বর্তমানে আমেরিকা ডলারকে নিজের অশুভ লক্ষ্য-উদ্দেশ্য বাস্তবায়নের হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। ডলারকে হাতিয়ার করে ইউরোপীয় মিত্রদের ওপর নিজের ইচ্ছা চাপিয়ে দিচ্ছে। এর মাধ্যমে কার্যত ইউরোপের সার্বভৌম ক্ষমতাই প্রশ্নের মুখে পড়েছে।

এ সময় তিনি ইতালির পররাষ্ট্রসচিবের সঙ্গে দ্বিপক্ষীয় সহযোগিতা বাড়ানোর বিষয়েও কথা বলেন।

ইতালির পররাষ্ট্রসচিব এলিজাবেথা বেলোনি বলেন, ইতালির কোম্পানিগুলো এখনও ইরানের সঙ্গে সহযোগিতা অব্যাহত রাখার চেষ্টা করছে। ইউরোপ মার্কিন নিষেধাজ্ঞার প্রভাব শূন্যে নামিয়ে আনার লক্ষ্যে কাজ করছে বলে তিনি জানান।

ইতালি সফরে ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী আরাকচি সেদেশের আরও কয়েকজন প্রভাবশালী কর্মকর্তার সঙ্গে বৈঠক করেন। তিনি তাদেরকে বলেছেন,ইউরোপ প্রতিশ্রুতি দেওয়ার পরও ইরানের ক্ষতি ঠেকাতে এখন পর্যন্ত কার্যকরি কোনো পদক্ষেপ নেয় নি। পার্সটুডে

  • সর্বশেষ
  • জনপ্রিয়