শিরোনাম
◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ জাতিসংঘে সদস্যপদ প্রস্তাবে মার্কিন ভেটোর নিন্দা ফিলিস্তিনের, লজ্জাজনক বলল তুরস্ক ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক

প্রকাশিত : ১৭ নভেম্বর, ২০১৮, ১২:৪৯ দুপুর
আপডেট : ১৭ নভেম্বর, ২০১৮, ১২:৪৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাংলাদেশ মোকাবেলার প্রস্তুতি শুরু ক্যারিবিয়দের

নিজস্ব প্রতিবেদক : ভারতের কাছে ধবল ধোলাইয়ের পর টাইগারদের মোকাবেলা করতে বাংলাদেশে পা রেখেছে ওয়েস্ট ইন্ডিজ দল। বাংলাদেশের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলবে সফরকারীরা। টাইগারদের মোকাবেলা করতে এরই মধ্যে নিজেদের প্রস্তুত করতে অনুশীলন শুরু করেছে ক্রেইগ ব্র্যাথওয়েটের দল।

শুক্রবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুশীলন শুরু করেছে উইন্ডিজরা। এই মাঠেই রোববার বিসিবি একাদশের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সফরে টাইগারাদের বিপক্ষে দুটি টেস্ট, তিনটি ওয়ানডে এবং তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে ক্যারিবিয়ানরা। ২২ নভেম্বর থেকে শুরু হবে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম টেস্ট। এরপর দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে ৩০ নভেম্বর। টেস্ট সিরিজের আগে আগামী ১৮ ও ১৯ নভেম্বর বিসিবি একাদশের বিপক্ষে দুই দিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলবে উইন্ডিজরা।

এরপর ৯ ডিসেম্বর শুরু হবে ওয়ানডে সিরিজ। প্রথম দুটি ওয়ানডে ঢাকায় এবং শেষ ওয়ানডে অনুষ্ঠিত হবে সিলেটে। এরপর ১৭ ডিসেম্বর টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে। সিলেটে প্রথমটি এবং শেষ দুটি ম্যাচ ঢাকায় অনুষ্ঠিত হবে।

ওয়েস্ট ইন্ডিজের টেস্ট স্কোয়াড : ক্রেইগ ব্র্যাথওয়েট (অধিনায়ক), সুনীল অ্যামব্রিস, দেবেন্দ্র বিশু, রোস্টন চেজ, শেন ডারউইচ, শ্যানন গ্যাব্রিয়েল, জাহমার হ্যামিলটন, শিমরন হ্যাটমেয়ার, শাই হোপ, শেমরন লুইস, কেমো পল, কিয়েরন পাওয়েল, র‌্যামন রেইফার, কিমার রোচ এবং জোমেল ওয়ারিক্যান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়