শিরোনাম
◈ হলমার্ক কেলেঙ্কারির রায় ঘোষণার সময় পালিয়ে গেলেন জামাল উদ্দিন সরকার ◈ ২৯ কৃষি পণ্যের মূল্য নির্ধারণ বাস্তব বিবর্জিত: দোকান মালিক সমিতি ◈ তিন মাসের মধ্যে সালাম মুর্শেদিকে বাড়ি ছাড়তে হবে: হাইকোর্ট  ◈ সরকারের হাত থেকে রক্ষা পেতে জনগণকেই প্রতিরোধ গড়ে তুলতে হবে: বিএনপি ◈ সরকারের ফাঁদে পা দেইনি, দল ছাড়িনি, ভোটেও যাইনি: মেজর হাফিজ ◈ আমার একটাই চাওয়া স্বাস্থ্যসেবাকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া: স্বাস্থ্যমন্ত্রী ◈ জিম্মি জাহাজ উদ্ধারে অভিযান নয়, আলোচনা চায় মালিকপক্ষ ◈ বিএনপিকে আমরা কেন ভাঙতে যাবো, প্রশ্ন ওবায়দুল কাদেরের  ◈ হলমার্ক মামলায় তানভীর-জেসমিনসহ ৯ জনের যাবজ্জীবন ◈ ভোরে গাজায় ইসরায়েলি বিমান হামলা, নিহত ২০

প্রকাশিত : ১৬ নভেম্বর, ২০১৮, ১১:৪২ দুপুর
আপডেট : ১৬ নভেম্বর, ২০১৮, ১১:৪২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাজনীতিতে নিজেকে জিওফ্রে বয়কটের সঙ্গে তুলনা করলেন মে

রাশিদ রিয়াজ : ব্রেক্সিট বিতর্কে ব্রিটেনের প্রধানমন্ত্রী নিজেকে ইংলিশ ক্রিকেট তারকা জিওফ্রে বয়কটের সঙ্গে তুলনা করে বলেছেন, জাতীয় স্বার্থকে সবার আগে বিবেচনা করছি, দলীয় স্বার্থকে নয় এবং এমনকি আমার ব্যক্তিগত রাজনৈতিক স্বার্থকেও নয়। ব্রিটিশ ক্রিকেট তারকা জিওফ্রে বয়কট ক্রিজ আঁকড়ে থাকতেন এবং ধীরে ধীরে রানের খাতা খুলতেন। সাংবাদিক সম্মেলনে এ উদাহরণকে ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে রাজনীতিতে ব্রেক্সিটের পক্ষে তার অবস্থানের সঙ্গে তুলনা করে বলেন, আমরা যদি এ চুক্তির দিকে অগ্রসর না হই তাহলে নিশ্চিতভাবে অদূর ভবিষ্যতে প্রেক্ষাপট বিবেচনায় গন্তব্যে পৌঁছানো সম্ভব হবে না। মিরর

ব্রেক্সিট প্রশ্নে ব্রিটিশ প্রধানমন্ত্রী মে’র সঙ্গে তার দলের অন্তত ৭ জন রাজনীতিক পদত্যাগ করেছেন যাদের মধ্যে একাধিক মন্ত্রীও আছেন। সাংবাদিকরা তাই তাকে জিজ্ঞেস করেন, তার পদত্যাগের আগে ‘আর কয়টি উইকেটের পতন প্রয়োজন’। এমন ইঙ্গিতপূর্ণ প্রশ্নের জবাবে মে ব্রেক্সিট প্রশ্নে তার অবস্থানকে ক্রিকেটে জিওফ্রে বয়কটের প্রাণবন্ত দৃঢ়সংকল্পের সঙ্গে তুলনা করে বলেন, বয়কট ক্রিজ আটকে থাকতেন এবং শেষ দিকে রান করতেন। ব্রিটেনের জন্যে সর্বোত্তম পেতেই ব্রেক্সিট চুক্তি চূড়ান্তভাবে কার্যকর করতে কাজ করে যাচ্ছি। এবং হ্যা আমি তা দেখতে পাব।

এর আগেও থেরেসা মে ব্রেক্সিট প্রশ্নে নিজের অবস্থান তুলনা করে ক্রিকেটের উদাহরণ টেনে বলেছিলেন, একজন ব্যাটসম্যান সবসময় ক্রিজকে আঁকড়ে ধরে রাখাই অগ্রাধিকার দেয় এবং শম্বুক গতিতে হলেও শেষ পর্যন্ত সে রান তুলতে সমর্থ হয়।
ব্রিটিশ ডানহাতি ব্যাটসম্যান জিওফ্রে বয়কট ৩৮টি টেস্টম্যাচে ২ হাজার ৯৪৫ রান করেন এবং সেঞ্চুরি করেছিলেন ৭টি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়