শিরোনাম
◈ আইনজীবীদের গাউন পরতে হবে না: সুপ্রিমকোর্ট ◈ তীব্র গরমে স্কুল-কলেজ ও মাদরাসা আরও ৭ দিন বন্ধ ঘোষণা ◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত ◈ সরকার চোরাবালির ওপর দাঁড়িয়ে, পতন অনিবার্য: রিজভী  ◈ সরকারের বিরুদ্ধে অবিরাম নালিশের রাজনীতি করছে বিএনপি: ওবায়দুল কাদের ◈ বুশরা বিবিকে ‘টয়লেট ক্লিনার’ মেশানো খাবার খাওয়ানোর অভিযোগ ইমরানের ◈ গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের

প্রকাশিত : ১৬ নভেম্বর, ২০১৮, ১১:১৫ দুপুর
আপডেট : ১৬ নভেম্বর, ২০১৮, ১১:১৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আওয়ামী লীগের মনোনয়ন পেতে ১৮ প্রার্থী জোর তৎপর

রক্সী খান, মাগুরা : আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী হিসেবে ১৮ জন প্রার্থী দলীয় মনোনয়ন পত্র গ্রহণ ও জমা দিয়ে দলীয় মনোনয়ন পেতে ১৮ প্রার্থী জোর তৎপরতা চলাচ্ছেন বলে জানা গেছে।

একাধিক সূত্রে জানা গেছে, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয় পাওয়ার জন্য মোট ১৮ জন প্রার্থী তাদের মনোনয়ন পত্র দাখিল করেছেন। যারা মনোনয়ন পত্র জমা দিয়েছেন তারা হলেন-বর্তমান সংসদ সদস্য মেজর জেনারেল (অবঃ) এটিএম আবদুল ওয়াহ্্হাব, প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব, ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এ্যাড. সাইফুজ্জামান শিখর, জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ তানজেল হোসেন খান, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান পঙ্কজ আশির দশকের তুখোড় ছাত্রনেতা, মাগুরা জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি, মুক্তিযোদ্ধা সংহতি পরিষদের কেন্দ্রীয় কমিটির যুগ্ম-মহাসচিব কাজী রফিকুল ইসলাম,

জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবু নাসির বাবলু, মাগুরা জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এ্যাড. সৈয়দ শরিফুল ইসলাম, ষাটের দশকের ছাত্রনেতা বর্তমানে সুপ্রিম কোর্টের সহকারী এটর্নি জেনারেল বীর মুক্তিযোদ্ধা এ্যাড. সিরাজুল ইসলাম, রাশিয়া আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি ড. এসএম শফিকুল ইসলাম, শ্রীপুর উপজেলা যুবলীগের সভাপতি কুতুবুল্লাহ হোসেন মিয়া কুটি, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মুন্সী রেজাউল করিম, সদর ইউনিয়নের সাধারণ সম্পাদক বাবুল ফকির, বাংলাদেশ যুব মহিলা লীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক, ঠাকুরগাঁও ও নীলফামারী জেলার যুব মহিলা লীগকে সুসংগঠিত করার দায়িত্বপ্রাপ্ত নেত্রী ও ২০১৩ সালে পেট্রল বোমায় গুরুতর আহত এ্যাড. খোদেজা নাসরিন আক্তার হোসেন,

জেলা ছাত্র লীগের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমানে জেলা আওয়ামী লীগের ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক রানা আমির ওসমান, আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সহ-সম্পাদক পঙ্কজ সাহা, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হুমাউনুর রশিদ মুহিত, জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক এ্যাড. শাখারুল ইসলাম শাকিল ও কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ইসমত আরা হ্যাপি ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়