শিরোনাম
◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ১৬ নভেম্বর, ২০১৮, ১০:৪৯ দুপুর
আপডেট : ১৬ নভেম্বর, ২০১৮, ১০:৪৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

খুলনায় ডাকাত দলের ১০ জন গ্রেফতার

শরীফা খাতুন শিউলী, খুলনা : আগ্নেয়াস্ত্রসহ আন্তঃ জেলা ডাকাত দলের ১০ ডাকাতকে গ্রেফতার করেছে খুলনা জেলা ডিবি পুলিশ। বৃহস্পতিবার দিবাগত রাতে খুলনা জেলার রূপসা উপজেলার তিলক এলাকা থেকে ভূয়া গোয়েন্দা পুলিশ পরিচয়ে ডাকাতির চেষ্টাকালে তাদের আটক করা হয়। তাদের কাছ থেকে পুলিশের অনেক সরঞ্জামসহ একটি গাড়ি উদ্ধার হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন-মোঃ রাজ্জাক চৌধুরী (৩৩), মাসুম ওরফে ফারুক চৌধুরী (৩৮), আরিফুজ্জামান ওরফে শরীফ (৩৮), মোঃ রিপন গাজী (৩০), মোঃ আলমগীর হোসেন (৩২), সাগর মিয়া (৪০), মোঃ হিরা মিয়া (৩৫), মোঃ সোহেল ওরফে রাহেজ ওরফে হারেজ (৩৪), মোঃ আনিসুর রহমান (২৫) ও গফুর আলী (৩৮)।

শুক্রবার খুলনা জেলা ডিবি পুলিশের এসআই মুক্ত রায় চৌধুরী জানান, রূপসা থানাধীন তিলক কুদির বটতলা মোড় সংলগ্ন খানজাহান আলী সেতু বাইপাস সড়কের গফ্ফার শেখ এর ঘেরের পাশ থেকে ভূঁয়া ডিবি পুলিশ পরিচয়ে মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃ জেলা ডাকাত দলের ১০ সদস্যকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত একটি প্রাইভেট কারসহ একটি অত্যাধুনিক ৭.৬৫ পিস্তল, ৩রাউন্ড পিস্তলের গুলি, ৩টি অত্যাধুনিক পি-শাটারগান, ৭টি ডিবিরি কোটি, ৪টি পুলিশের ভূঁয়া আইডি, ৩টি পিস্তলের কভার, ৪টি টর্চ লাইট, ৪টি বাঁশি, ১ জোড়া হ্যান্ড ক্যাপ, ২টি ডিবি পুলিশ লেখা লেমোনেটিং কার্ড উদ্ধার করা হয়।

ঘটনাস্থল থেকে আরও একটি কাল রংয়ের মাইক্রোবাসসহ ডাকাত দলের ৪/৫ জন পালিয়ে যায়। আটককৃত আসামিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায়,আন্তঃ জেলা ডাকাত দলের সদস্য।

ডাকাতদের বিরুদ্ধে বাংলাদেশের বিভিন্ন থানায় হত্যা, ডাকাতির প্রস্তুতি, পুলিশ/র্যাব পরিচয়ে ছিনতাই, চাঁদাবাজি, চুরি সহ বিভিন্ন মামলা রয়েছে। এ ঘটনায় জেলা গোয়েন্দা শাখার এসআই (নিঃ) মুক্ত রায় চৌধুরী পিপিএম বাদী হয়ে রূপসা থানায় ডাকাতির প্রস্তুতি ও অস্ত্র আইনের দুইটি পৃথক মামলা দায়ের করেছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়