শিরোনাম
◈ গাজায় মানবসৃষ্ট দুর্ভিক্ষ চলছে, দায়ী ইসরায়েল: ইইউ ◈ রাখাইনে আরো একটি শহর দখল করেছে আরাকান আর্মি ◈ পঞ্চগড় এক্স‌প্রেস ট্রেনের ব‌গি চার ঘণ্টা পর উদ্ধার, ট্রেন চলাচল স্বাভা‌বিক ◈ বাড়ি থেকে ডেকে নিয়ে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা ◈ সীমান্তে হত্যাকাণ্ড নিয়ে সরকার টু শব্দ করার সাহস পাচ্ছে না: বিএনপি ◈ এমভি আবদুল্লাহ জাহাজে অভিযানের প্রস্তুতি নিচ্ছে সোমালিয় পুলিশ ও বহুজাতিক নৌবাহিনী ◈ জীবনের নিরাপত্তা চেয়ে ডিবিতে অভিযোগ করলেন জবি ছাত্রী ◈ ঈদের পর কাওরান বাজার যাবে গাবতলীতে: মেয়র আতিক ◈ আবদুল্লাহ জাহাজে থাকা কয়লায় দুর্ঘটনার ঝুঁকি নেই: এস আর শিপিং ◈ পাপেট সরকার ক্ষমতায় না আসা পর্যন্ত সব নির্বাচন ত্রুটিপূর্ণ বলবে যুক্তরাষ্ট্র: জয় 

প্রকাশিত : ১৬ নভেম্বর, ২০১৮, ০৮:০৮ সকাল
আপডেট : ১৬ নভেম্বর, ২০১৮, ০৮:০৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জীবনে কখনো কম্পিউটারই ধরেননি জাপানের সাইবার নিরাপত্তামন্ত্রী!

মুসফিরাহ হাবীব: জীবনে কোনোদিন কম্পিউটারই ব্যবহার করেননি- এমন কথা বলে দেশের মানুষকে বিস্মিত করে দিয়েছেন জাপানের নতুন সাইবার নিরাপত্তামন্ত্রী ইয়োশিতাকা সাকুরাদা ।

দেশটির আইনপ্রণেতাদের এক কমিটিতে সাকুরাদা এ স্বীকারোক্তি দেন বলে বৃহস্পতিবার জানিয়েছে বিবিসি। মন্ত্রী বলেন, “২৫ বছর বয়স থেকে আমি আমার স্টাফ ও সচিবদের দিয়ে কাজ করাচ্ছি। আমি জীবনেও কোনোদিন কম্পিউটার ব্যবহার করিনি।”

৬৮ বছর বয়সী সাকুরাদা গতমাসে জাপানের সাইবার নিরাপত্তামন্ত্রী হিসাবে নিয়োগ পেয়েছেন। ২০২০ সালে টোকিওতে অনুষ্ঠেয় অলিম্পিক গেমসের সাইবার নিরাপত্তার প্রস্তুতি দেখভাল করাই তার কাজ।

জাপানের বিরোধী দল ডেমোক্র্যাটিক পার্টির রাজনীতিবিদ মাসাতো ইমাইয়ের এক প্রশ্নের জবাবেই সাকুরাদা তার কম্পিউটারের ক-ও জানা না থাকার কথাটি জানান। এতে বিস্ময় প্রকাশ করে ইমাই বলেন, “যে ব্যক্তি সাইবার নিরাপত্তার দায়িত্বে আছেন, তিনি জীবনে কখনো কম্পিউটারই ধরেননি তা কি করে হতে পারে!”

তবে মন্ত্রী বলছেন, তিনি কখনো কম্পিউটার ব্যবহার করেননি তা ঠিক। কিন্তু তার মন্ত্রণালয়ের কর্মকর্তাদের প্রয়োজনীয় অভিজ্ঞতা আছে। আর তাই কোনো সমস্যা হবে না- এ ব্যাপারে তার আস্থা আছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়