শিরোনাম
◈ চট্টগ্রামে জুতার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী

প্রকাশিত : ১৬ নভেম্বর, ২০১৮, ০৮:০০ সকাল
আপডেট : ১৬ নভেম্বর, ২০১৮, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এশিয়ার অস্কার খ্যাত ৫৫তম গোল্ডেন হর্স এ্যাওয়ার্ডস ঘোষণা হবে ১৭ নভেম্বর

ইমরুল শাহেদ : এশিয়ার অস্কার হিসেবে পরিচিত ৫৫তম গোল্ডেন হর্স এ্যাওয়ার্ডসের মনোনয়ন ঘোষণা করা হবে ১৭ নভেম্বর তাইওয়ানের রাজধানী তাইপেই থেকে। এই পুরস্কারের সংগঠক তাইপেই গোল্ডেন হর্স ফিল্ম ফেস্টিভ্যাল এক্সিউটিভ কমিটি থেকে জানানো হয়েছে, চীনা ভাষায় নির্মিত ২০১৭ সাল ও ২০১৮ সালের চলচ্চিত্র থেকে এই পুরস্কার দেওয়া হবে। এই পুরস্কারের আতিথ্যে রয়েছেন তাইওয়ানি গায়িকা, টিভি অথর মাটিলডা তাও এবং সরাসরি সম্প্রচার হবে টিটিভিতে। বিবিসি

শনিবার সকাল থেকেই শহরটি অভিনেতা-অভিনেত্রী, পরিচালক ও সিনেমাটোগ্রাফারদের পদচারণায় মুখরিত হয়ে উঠবে। চীনা চলচ্চিত্রে বিনিয়োগের পরিমাণ এতোই বেড়ে গেছে যে, এ বছর পুরস্কার অনুষ্ঠানের রেড কার্পেট মাড়িয়ে যারা অনুষ্ঠানে যোগ দেবেন তাদের কেউ কেউ হয়তো আগামী বছরগুলোতে সারাবিশ্বে সুপরিচিত হয়ে উঠবেন।

চীনা ভাষায় কথা বলা অনেক নির্মাতার ছবিই এ বছর গোল্ডেন হর্স এ্যাওয়ার্ডসে প্রদর্শিত হবে। ইতোমধ্যে নির্মাতা ওং কার ওয়াই ও এ্যাং লি, চিত্রতারকা ম্যাগি চিয়ং ও টনি লিওয়ং চিউ-ওয়াই এই পুরস্কার পেয়েছেন। কিন্তু চীনের মূলভূমি থেকে এই পুরস্কারে অংশগ্রহণ পেতে শুরু করে ১৯৯৬ সাল থেকে।

এই আলোকে বলা যায়, চীনা চলচ্চিত্রে এই পুরস্কার ক্রমশই প্রভাবশালী হয়ে উঠছে। এই পুরস্কারটি তাইওয়ানের তথ্য মন্ত্রণালয় প্রবর্তন করে ১৯৬২ সালের মে মাসে। মানডারিন ফিল্ম এ্যায়ার্ড রেগুলেশনের আওতায় রিপাবলিক অব চায়না নিয়ন্ত্রিত দুইটি দ্বীপের নাম থেকে হর্স কথাটি নেওয়া হয়েছে।  এ বছর যারা এই পুরস্কারের জন্য মনোনয়ন পেয়েছেন তাদের বেশির ভাগই চীনের।

  • সর্বশেষ
  • জনপ্রিয়