শিরোনাম
◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ১৬ নভেম্বর, ২০১৮, ০৬:২৫ সকাল
আপডেট : ১৬ নভেম্বর, ২০১৮, ০৬:২৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাজধানীতে ব্যাগের মধ্য থেকে নবজাতক উদ্ধার

মোস্তাফিজুর রহমান : রাজধানীর গেন্ডারিয়া থানার স্বামীবাগ এলাকার একটি বাসার সামনে কাপড়ের ব্যাগের ভেতর থেকে একটি নবজাতককে উদ্ধার করা হয়েছে। শুক্রবার (১৬ নভেম্বর) ভোরে ওই এলাকার বাসিন্দা রুমানা আক্তার (স্কুল শিক্ষিকা) শিশুটিকে বাসার সামনে পড়ে থাকতে দেখে উদ্ধার করেন। পরে তিনি স্থানীয় এক নারীর সহযোগিতায় শিশুটিকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করেন। ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, ভোরের দিকে স্বামীবাগের ওই বাসার সামনে একজন নারী ও একজন পুরুষ ঘোরাঘুরি করছিলেন। ধারণা করা হচ্ছে, তারা হয়তো শিশুটিকে ওখানে ফেলে রেখে যান। রুমানা আক্তার নামে এক নারী তার বাসার সামনে একটি ব্যাগ পড়ে থাকতে দেখেন। পরে ওই ব্যাগের মধ্যে শিশুটিকে দেখতে পেয়ে তাকে ঢামেক হাসপাতালে ভর্তি করেন।

কর্তব্যরত চিকিৎসকের বরাত দিয়ে রুমানা আক্তার জানান, শিশুটির শরীরিক অব্স্থা ভালো নয়।

এসআই বাচ্চু মিয়া বলেন, ‘এ ব্যাপারে সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে। তারা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়