শিরোনাম
◈ তীব্র গরমে শিক্ষাপ্রতিষ্ঠান আরও ৭ দিন বন্ধ ঘোষণা ◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত ◈ সরকার চোরাবালির ওপর দাঁড়িয়ে, পতন অনিবার্য: রিজভী  ◈ সরকারের বিরুদ্ধে অবিরাম নালিশের রাজনীতি করছে বিএনপি: ওবায়দুল কাদের ◈ বুশরা বিবিকে ‘টয়লেট ক্লিনার’ মেশানো খাবার খাওয়ানোর অভিযোগ ইমরানের ◈ গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি 

প্রকাশিত : ১৬ নভেম্বর, ২০১৮, ০৫:২৬ সকাল
আপডেট : ১৬ নভেম্বর, ২০১৮, ০৫:২৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আফ্রিকা থেকে ১০ শতাংশ সেনা কমাবে যুক্তরাষ্ট্র

সান্দ্রা নন্দিনী : আফ্রিকায় সন্ত্রাসবিরোধী অভিযানে অংশগ্রহণকারী মার্কিন সেনাসদস্য অধিকহারে কমিয়ে আনতে সম্মত হয়েছে মার্কিন সামরিক সদরদপ্তর পেন্টাগন। তিনবছরেরও বেশি সময় ধরে আফ্রিকায় পরিচালিত বিশেষ অভিযানে ভূমিকা রাখছে মার্কিন সেনাবাহিনী। বিষয়টির সাথে সম্পর্কিত তিনজন মার্কিন কর্মকর্তা সিএনএন’কে বৃহস্পতিবার এতথ্য নিশ্চিত করেছে। আফ্রিকার নাইজার, সোমালিয়া ও ক্যামেরুনের মত সহিংসতাপ্রবণ দেশগুলোতে এই অভিযানগুলো পরিচালিত হচ্ছে।

মার্কিন সেনাকর্মকর্তারা সিএনএন’কে জানান, আফ্রিকায় সন্ত্রাসদমন অভিযানে অংশ নেওয়া মার্কিন সেনা ১০শতাংশ কমিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বর্তমানে মার্কিন প্রতিরক্ষা বিভাগের ৭হাজার ২শ’ কর্মকর্তা আফ্রিকায় অবস্থান করছেন। গত কয়েক সপ্তাহ যাবত আফ্রিকার অংশীদার দেশগুলোর সাথে এই পরিকল্পনা নিয়ে পেন্টাগনের পক্ষ থেকে যোগাযোগ করা হচ্ছে।

উল্লেখ্য, চীন ও রাশিয়ার আফ্রিকার প্রতি হঠাৎ জেগে ওঠা আগ্রহে যুক্তরাষ্ট্র চিন্তিত। রাশিয়া মধ্য-আফ্রিকায় সামরিক প্রশিক্ষক পাঠিয়েছে। অন্যদিকে, আফ্রিকার দেশগুলোর সাথে অর্থনৈতিক সম্পর্ক জোরদারসহ জিবুতিতে সেনাক্যাম্প নির্মাণ করেছে চীন।

মার্কিন সেনাকর্মকর্তা জানান, মস্কো আর বেইজিং সবসময়ই যুক্তরাষ্ট্রের জন্য বড় হুমকি। আফ্্িরকায় মার্কিন সেনা কমানোর খবরেও নিশ্চয় তারা সুযোগ খুঁজে বের করার চেষ্টা করবে। তবে, যুক্তরাষ্ট্র এধরনের ঝুঁকি মোকাবেলায় সবসময়ই দক্ষতার পরিচয় দিয়ে আসছে। সিএনএন

  • সর্বশেষ
  • জনপ্রিয়