শিরোনাম

প্রকাশিত : ১৬ নভেম্বর, ২০১৮, ০৩:৫৯ রাত
আপডেট : ১৬ নভেম্বর, ২০১৮, ০৩:৫৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

খাসোগজি হত্যায় জড়িতসন্দেহে ১৭জনের ওপর মার্কিন অবরোধ

সান্দ্রা নন্দিনী : ইন্তাম্বুলের সৌদি কনস্যুলেটে ভিন্নমতামলম্বী সাংবাদিক জামাল খাসোগজি হত্যায় ভূমিকা থাকায় ১৭ সৌদির ওপর নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন অর্থ মন্ত্রণালয় বৃহস্পতিবার এ ঘোষণা দিয়েছে। গতমাসে খাসোগজি হত্যার পর এটিই সৌদি আরবের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের প্রথম কঠোর পদক্ষেপ।

নিষেধাজ্ঞার তালিকায় সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সাবেক শীর্ষ সহযোগী সৌদ আল কাহতানি ও সৌদি কাউন্সেল জেনারেল মোহাম্মদ আলোতায়িবিও রয়েছেন।

মার্কিন অর্থমন্ত্রী স্টিভ ম্যুচিন এক বিবৃতিতে বলেন, ‘ওয়াশিংটন ঘটনাটি আসলেই কি ঘটেছে তা খতিয়ে দেখার চেষ্টা করে যাচ্ছে। মার্কিন নাগরিক সাংবাদিক খাসোগজির হত্যাকারীদের পরিণতি ভোগ করতেই হবে।’

অন্যদিকে, খাসোগজি হত্যায় জড়িত সন্দেহে ৫জনের মৃত্যুদ- দাবি করেছেন সৌদি আরবের পাবলিক প্রসিকিউটর। খাসোগজি হত্যার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ১১ জনকে অভিযুক্ত করেছে সৌদি আরব। এরমধ্যে ৫ জনকে সরাসরি নির্দেশ এবং হত্যার দায়ে অভিযুক্ত করা হয়েছে বলে জানান তিনি।

উল্লেখ্য, গত ২ অক্টোবর ইস্তাম্বুলের সৌদি কনস্যুলেটে ঢোকার পর আর বেরিয়ে আসেনি খাসোগজি। তার হত্যাকা-তে নিজেদের সম্পৃক্ততা শুরুতে প্রত্যাখ্যান করলেও শেষপর্যন্ত খাসোগজি হত্যা পরিকল্পিত ছিল বলে স্বীকার করে সৌদি আরব। রয়টার্স

  • সর্বশেষ
  • জনপ্রিয়