Skip to main content

কঙ্গোতে বিদ্রোহীদের সাথে সংঘর্ষে জাতিসংঘের ৭ শান্তিরক্ষী নিহত

সান্দ্রা নন্দিনী : কঙ্গোতে বিদ্রোহীদের সাথে সংঘর্ষের জেরে ৭ জাতিসংঘ শান্তিরক্ষী সদস্য নিহত হয়েছে বলে নিশ্চিত করা হয়েছে। বুধবার সংঘটিত ওই সেনা অভিযানে কঙ্গো সেনাবাহিনীর বহু সদস্যও হতাহত হয়েছে বলে বৃহস্পতিবার জানায় জাতিসংঘ। ইবোলা মহামারীরূপ ধারণ করা কঙ্গোর উত্তর-পূর্বাঞ্চলে দেশটির সরকারি বাহিনীর সাথে অ্যালাইড ডেমোক্রেটিক ফোর্সেস-এডিএফ বিদ্রোহীদের দমনে ওই অভিযানে জাতিসংঘের শান্তিরক্ষীরাও অংশ নিয়েছিলো। জাতিসংঘ মুখপাত্র স্টিফেন ডুজারিক জানান, কঙ্গোর উত্তর কিভুর বেনিতে ৭ জাতিসংঘ শান্তিরক্ষীর নিহতের খবর নিশ্চিত হওয়া গেছে। এদেরমধ্যে ৬জন মালাই ও একজন তানজানিয়ার নাগরিক। ১০ শান্তিরক্ষী সদস্য গুরুতর আহত ও একজন এখনও নিখোঁজ রয়েছে। তবে, এডিএফ বিদ্রেহীদের কতজন হতাহত হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি। প্রসঙ্গত, উগান্ডার বিদ্রোহীদল এডিএফ’র বিরুদ্ধে ২০১৪ সাল থেকে এপর্যন্ত বেনি অঞ্চলে হামলা চালিয়ে অন্তত ১৫শ’ জনকে হত্যার অভিযোগ রয়েছে। আল জাজিরা

অন্যান্য সংবাদ