শিরোনাম
◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ চলচ্চিত্র ও টিভি খাতে ভারতের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় হবে: তথ্য প্রতিমন্ত্রী ◈ উপজেলা নির্বাচনে প্রভাব বিস্তার করলেই ব্যবস্থা: ইসি আলমগীর  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো

প্রকাশিত : ১৬ নভেম্বর, ২০১৮, ০৭:৩০ সকাল
আপডেট : ১৬ নভেম্বর, ২০১৮, ০৭:৩০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মুখোমুখি হচ্ছেন সাবেক দুই সেনা কর্মকর্তা

আমাদের সময় : ফেনী-৩ (দাগনভ‚ঞা-সোনাগাজী) আসনে আওয়ামী লীগ ও জাতীয় পার্টি থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন আলোচিত সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল (অব) মাসুদ উদ্দিন চৌধুরী। অপরদিকে বিএনপি থেকে মনোনয়ন ফরম নিয়েছেন কেন্দ্রীয় বিএনপি নেতা ব্রিগেডিয়ার জেনারেল (অব) নাসির উদ্দিন আহমেদ। দুজনই বিতরণের প্রথম দিনই দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। সাবেক এই দুই সেনা কর্মকর্তার মনোনয়ন নেওয়ার বিষয়টি এখন টক অব দ্য ফেনী।

ভোটারদের আগাম ধারণা তা হলে কি এই আসনে দুই জোট থেকে দুই সেনা কর্মকর্তাই মুখোমুখি হচ্ছেন?
সূত্রে জানা গেছে, ফেনী-৩ আসনের জন্য শনিবার দুপুরে ধানমন্ডি আওয়ামী লীগ কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন মাসুদ উদ্দিন চৌধুরী। বুধবার বিকালে জাতীয় পার্টি থেকেও মনোনয়নপত্র সংগ্রহ করেন তিনি। মাসুদ উদ্দিন চৌধুরী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ছোট ভাই সাঈদ এস্কান্দারের ভায়রা। ২০০৭ সালে এক-এগারোর পটপরিবর্তনের সময় আলোচনায় আসেন লে. জেনারেল (অব) মাসুদ উদ্দিন চৌধুরী।

অপরদিকে বিএনপি থেকে মনোনয়ন ফরম নিয়েছেন কেন্দ্রীয় বিএনপি নেতা ব্রিগেডিয়ার জেনারেল (অব) নাসির উদ্দিন আহমেদ। সর্বশেষ প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) মহাপরিচালক পদে কর্মরত ছিলেন। ১৯৯২ সালে চাকরি থেকে অবসর গ্রহণ করেন তিনি।

ব্রিগেডিয়ার জেনারেল (অব) নাসির উদ্দিন আহমেদ বলেন, দল থেকে মনোনীত হলে নির্বাচনে অংশ নিয়ে এলাকার মানুষের জন্য কাজ করব।

সরেজমিন ভোটারদের সঙ্গে কথা বলে জানা গেছে, ফেনী-৩ বরাবরই বিএনপির আসন হিসেবে পরিচিত। সর্বশেষ এই আসনে বিএনপির সংসদ সদস্য ছিলেন বিশিষ্ট শিল্পপতি মোশাররফ হোসেন। তিনি মারা গেলে আসনটিতে বিএনপির প্রার্থী শূন্য হয়ে পড়ে। তখন থেকে নিয়মিত এ আসনে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ ও খোঁজখবর রাখছেন নাসির উদ্দিন আহমেদ। এবার এই আসনে বিএনপি থেকে ১১ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

অন্যদিকে ২০১৪ সালের ৫ জানুয়ারি নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে হাজি রহিম উল্যাহ বিজয়ী হন। আওয়ামী লীগ দলীয় স্বতন্ত্র সংসদ সদস্য রহিম উল্যাহকে নিয়ে দলীয় গ্রূপিং তুঙ্গে ওঠে। ফেনীর তিনটি আসনের মধ্যে সবচেয়ে বেশি প্রার্থী এই আসনে। আওয়ামী লীগ থেকে ১৪ নেতা মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। দলীয় নেতাকর্মীদের অনেকেই ধারণা করছেন, প্রার্থীজট ও গ্রূপিং ঠেকাতে আলোচিত সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল (অব) মাসুদ উদ্দিন চৌধুরীকে মনোনয়ন দিতে পারে। এতে দুই জোট থেকে মুখোমুখি হতে পারেন সাবেক দুই সেনা কর্মকর্তা।

লেফটেন্যান্ট জেনারেল (অব) মাসুদ উদ্দিন চৌধুরী বলেন, আওয়ামী লীগ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছি। প্রধানমন্ত্রী মনোনয়ন দিলে এলাকার মানুষের জন্য কাজ করব। আশা করি জনসেবার সুযোগ পাব।

সাবেক সেনা কর্মকর্তা মাসুদের ঘনিষ্ঠজনরা জানান, সম্প্রতি তিনি জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে এরশাদ তাকে কী বলেছেন, তা জানা যায়নি। তবে এবার আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম ক্রয়ের মধ্য দিয়ে তিনি যে আওয়ামী লীগের প্রার্থী হতে চান, তা খোলাসা হয়েছিল। এরপর বুধবার রাতে তাকে এরশাদের প্রতিরক্ষাবিষয়ক উপদেষ্টা ও দলের প্রেসিডিয়াম সদস্য করা হয়।

২০০৭ সালে সেনাবাহিনীর নবম ডিভিশনের জিওসির দায়িত্বে থাকা মাসুদ উদ্দিন চৌধুরী এক-এগারোর পরিবর্তনের পর গুরুতর অপরাধ দমনসংক্রান্ত জাতীয় সমন্বয় কমিটির সমন্বয়ক ছিলেন। ২০০৯ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর তিনি অস্ট্রেলিয়ায় বাংলাদেশের হাইকমিশনার নিযুক্ত হন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়