শিরোনাম
◈ বিশ্ববাজারে সোনার সর্বোচ্চ দামের নতুন রেকর্ড ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ চেক প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল-শামিমার বিচার শুরু ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ প্রফেসর ইউনূসকে প্রদত্ত "ট্রি অব পিস" প্রধানমন্ত্রীকে প্রদত্ত একই ভাস্করের একই ভাস্কর্য: ইউনূস সেন্টার ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ কুড়িগ্রামে অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে দেশে ফিরলেন ভুটানের রাজা ◈ জনগণকে সংগঠিত করে চূড়ান্তভাবে বিজয় অর্জন করতে হবে: মির্জা ফখরুল ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ জিয়াউর রহমানের সময়ই দেশে বিভেদের রাজনীতির গোড়াপত্তন হয়: ওবায়দুল কাদের 

প্রকাশিত : ১৬ নভেম্বর, ২০১৮, ০৩:৩০ রাত
আপডেট : ১৬ নভেম্বর, ২০১৮, ০৩:৩০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঢামেকে ৩৩৮ জন নতুন নার্স

অনলাইন রিপোর্ট : সারা বাংলাদেশে ৫ হাজার ৯৯২ জন নতুন নার্স নিয়োগ দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

এদের মধ্য থেকে ৩৩৮ জন নার্সেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) দেওয়া হয়েছে। আগামী সোমবার থেকে তারা কাজে যোগ দেবেন।

বৃহস্পতিবার (১৫ নভেম্বর) দুপুরে ঢামেক হাসপাতাল সংলগ্ন ডা. মিলন অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে নতুন নার্সদের স্বাগত জানানো হয়। ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল একেএম নাসির উদ্দিন তাদের স্বাগত জানান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- ঢামেকের সেবা তত্ত্বাবধায়ক খায়রুন নাহার ও বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশনের (ঢামেক শাখা) সভাপতি মো. কামাল হোসেন পাটোয়ারীসহ অন্যান্য নেতৃবৃন্দ।

নাসির উদ্দিন বলেন, নতুন ৩৩৮ জন নার্স হাসপাতালে নিয়োগের কারণে রোগীদের সেবার মান আরো উন্নত হবে।

কামাল হোসেন পাটোয়ারী বলেন, নার্সদের কাজই হচ্ছে রোগীদের সেবা করা এবং রোগীকে সুস্থ করে বাড়ি ফেরার পথ দেখানো।

অনুষ্ঠানের শুরুতেই বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশনের (ঢামেক শাখার) সাধারণ সম্পাদক আসাদুজ্জামান জুয়েলের রোগ মুক্তির জন্য দোয়া করা হয়। বর্তমানে তিনি পিজি হাসপাতালে (বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়) চিকিৎসাধীন রয়েছেন।

-বাংলানিউজটোয়েন্টিফোর

  • সর্বশেষ
  • জনপ্রিয়